,

বানিয়াচংয়ে গৃহহীনদের জন্য ঘর নির্মান কাজ পরিদর্শনে এমপি মজিদ খান

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে মুজিববর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রীর উদ্যোগে গৃহহীনদের জন্য ঘর নির্মান কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এড. আব্দুল মজিদ খান। গতকাল রবিবার বিকালে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা প্রমুখ। জানাযায়, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত উদ্যোগে গৃহহীনদের মাঝে সারাদেশে ঘর নির্মাণ ও বিতরণের প্রক্রিয়ার অংশ হিসেবে বানিয়াচংয়ে ও প্রতিটি ঘরের জন্য ১ লক্ষ ৭১ হাজার টাকা বরাদ্দ হিসেবে মোট ৫৫টি ঘরের বরাদ্দ আসে। প্রশাসনের পক্ষ থেকে সরকারি খাস ভূমি সনাক্ত করে ৫৫ টির মধ্যে ১৪টি ঘরের জায়গা নির্ধারণ করে নির্মাণ কাজ শুরু করা হয় বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের অন্তর্গত জাতুকর্ণ পাড়া মহল্লায়। এ ব্যাপারে হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এড. আব্দুল মজিদ খান বলেন আওয়ামীলীগ ক্ষমতায় আসলেই দেশে উন্নয়ন হয়। গত কয়েক বছরে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ বিদ্যুৎসহ সর্বক্ষেত্রেই উন্নয়নের ছোয়া লেগেছে। মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত উদ্যোগে গৃহহীনদের মাঝে বণ্ঠনের লক্ষ্যে ঘর নির্মান কাজ শুরু হয়েছে। পরবর্তীতে প্রকৃত ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর বণ্ঠন করা হবে।


     এই বিভাগের আরো খবর