,

হতাশার সমতা, সিরিজ জয়ের স্বস্তি জামালদের

সময় ডেস্ক ॥ নেপালের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের বঙ্গবন্ধু ফিফা আন্তর্জাতিক সিরিজটি জিতেছে বাংলাদেশ। তবে সোমবার দ্বিতীয় ম্যাচে সিরিজটি জয় দিয়ে উদযাপন করা হয়নি জামাল ভূইয়াদের। প্রথম ম্যাচে ২-০ গোলের জয় পাওয়া লাল-সবুজের দল এ ম্যাচে মাঠ ছেড়েছে গোল শূন্য সমতা নিয়ে। প্রথম ম্যাচে জেমি ডের শিষ্যরা দারুণ সব আক্রমণ তুলেছিল। করোনা বিধ্বস্ত নেপালের জালে অন্তত চারটি গোল দেওয়ার সুযোগ ছিল সুফিল-জীবনদের। কিন্তু দীর্ঘ বিরতির পরে জয়টাকেই বড় প্রাপ্তি হিসেবে নিয়েছিল দল। দ্বিতীয় ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একই ধারায় হাঁটতে চেয়েছিল তারা। কিন্তু নেপাল আগেই বুঝে গিয়েছিল, এই বাংলাদেশের সঙ্গে আক্রমণের ছকে খেলে পেরে ওঠা যাবে না। তারা তাই গোলবারের জাল অক্ষত রাখায় ছিল বেশি মনোযোগি। শেষ পর্যন্ত সফরকারীরা সেটা পেরেছেন। তবে আন্তর্জাতিক সিরিজটি ১-০ ব্যবধানে জয় পাওয়ার হাসিটা মিলিয়ে যায়নি বাংলাদেশের। ম্যাচ শেষে তাই করোনাকালে সফল ফুটবল আয়োজন করে এবং সিরিজ জয় করে উদযাপন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ম্যাচ শেষে উদযাপন করেছেন জামাল-তপু বর্মণরাও। বাফুফে ফুঁটিয়েছে আঁতশবাজি। করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে স্টেডিয়ামে আসা দর্শকরাও সেটা উপভোগও করেছেন। বাংলাদেশ দল এ ম্যাচে মাঠে নেমেছিল দুই পরিবর্তন নিয়ে। দলে ছিলেন গোলরক্ষক আশরাফুল এবং ডিফেন্ডার রিয়াদুল হাসান। এছাড়া করোনা আক্রান্ত হওয়ায় লাল-সবুজের দলটির কোচ জেমি ডে ছিলেন না ডাগআউটে। তার জায়গায় জেমির ঠিক করে দেওয়া ছকে ডাগ আউট থেকে দল চালিয়েছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিটস।


     এই বিভাগের আরো খবর