,

শায়েস্তাগঞ্জ পৌরনির্বাচনে জনগণকে চমক দেখাতে চান মেয়র প্রার্থী সারোয়ার আলম

সৈয়দ আখলাকউদ্দিন মনসুর ॥ ২০১৫ সালে সারা দেশের ন্যায় শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয়। সে হিসেবে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টি একক প্রার্থী ছিল। সেই সময় কোন কোন স্থানে স্বতন্ত্র প্রার্থীরা চমক দেখাচ্ছে। আবার কোন কোন স্থানে স্বতন্ত্র প্রার্থীরা চমকসৃষ্টি দেখাতে পারছেনা। এবারে শায়েস্তাগঞ্জ পৌরসভা ৬ষ্ট নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দানবির মোঃ সারোয়র আলম শাকিল জনগণকে চমক দেখাতে চান। তাই সারোয়ার আলম শাকিল পুরো প্রস্তুতি নিয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে পৌর শহরে পাড়া-মহল্লায় প্রতিদিন গণসংযোগ করে মাঠে চষে বেড়াচ্ছেন। গতকাল শনিবার সারাদিন ব্যাপি শহরে মহললুলসুনাম, জগন্নাথপুর, কলাপাড়া, বিরামচর এলাকায় গণসংযোগে প্রত্যেক ঘরে ঘরে ভোটারদের কাছে কাছে গিয়ে মূল্যবান ভোট, দোয়া ও আশীর্বাদসহ সহযোগীতা চেয়েছেন। তিনি প্রত্যেক ভোটারদের উদ্দেশ্যে বলেন, তার একটি স্বপ্নের পৌরসভা বিনির্মাণে প্রত্যয়ী, সুন্দর, সচেতন ও জবাবদিহিতা মূলক আধুনিক সমাজগড়ার অঙ্গীকার নিয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৬ষ্ঠ নির্বাচনে স্বতন্ত্র পৌর মেয়র প্রার্থী হয়েছেন। জগন্নাথপুর গ্রামের এক মুরুব্বী আব্দুল জব্বার এ প্রতিনিধি কে জানান, নিজগ্রাম ও পৌর শহরের জনগণের চাপে মেয়র প্রার্থী হয়েছেন মোঃ সারোয়ার আলম শাকিল। তিনি পৌর শহরের ২নং ওয়ার্ডের দাউদনগর বাজারস্থ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মরহুম এম.এ মুক্তাদির মকুল এর ছেলে এবং শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মরহুম এম.এ মালেক এর নাতী। শাকিল শহরের বিপদগস্থ মানুষ যখনই তার কাছে যায়, তখন শাকিল সকলকে বট বৃক্ষের মত ছায়া দিয়ে যাচ্ছেন। সুখে-দুঃখে মানুষের পাশে রয়েছেন। এবার পৌরবাসী দাবি তুলেছেন শাকিলকে নির্বাচন করার জন্য। এলাকাবাসীর চাওয়ার মূল্যায়ন দিতে গিয়ে নির্বাচনে আসা। শাকিল মেয়র নির্বাচিত হলে সারা পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে পাড়া-মহল্লায় উন্নয়নের জোয়ার বসবে। সেই কথা বিবেচনা করেই গ্রামবাসী মুরব্বি, যুবক ও বন্ধুবান্ধবদের মিলে স্বতন্ত্র মেয়রপ্রার্থী হিসেবে শাকিলকে দাঁড় করিয়েছি। জগন্নাথপুরগ্রামের এক যুবক শাহ হারুন মিয়া বলেন, তিনি ২নং ওয়ার্ডের দাউদনগর বাজার এলাকার সবচেয়ে বিশ্বস্থ এবং গ্রহণ যোগ্য প্রার্থী। তাই আমরা তারপক্ষে কাজ করে যাচ্ছি।


     এই বিভাগের আরো খবর