,

সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর -মজিদ খান এমপি

জহিরুল ইসলাম নাসিম ॥ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এড. আব্দুল মজিদ খান বলেছেন, বানিয়াচং উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের লোকজন একযোগে দিনরাত কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর। একটি সুন্দর বানিয়াচং নির্মানে সকলের সহযোগিতা চেয়ে গতকাল মঙ্গলবার সকালে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা’র সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ঊর্মি, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমরান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার, জেলা ইমাম সমিতির সভাপতি ক্বাজী মাও: আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়াম্যান শেখ শামছুর রহমান, গিয়াস উদ্দিন, মাও: হাবিবুর রহমান, রেহাছ মিয়া প্রমুখ। একই সাথে ভোক্তার অধিকার সংরক্ষণ আইন অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার, উপজেলা টাস্কফোর্স কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে প্রধান অতিথি এড. আব্দুল মজিদ খান বানিয়াচং উপজেলা শিক্ষা অফিসের আধুনিকায়ন শেষে শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বানিযাচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আবুল হাদি মোঃ শাহ পরান, অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, জেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস, জেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি বাবুল তালুকদার, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, আবু ইউসুফ, আসাদুর রহমান খান, মোঃ কাইয়ুমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ-শিক্ষকবৃন্দ।


     এই বিভাগের আরো খবর