,

পৌর নির্বাচনকে ঘিরে স্বাস্থ্যবিধি মানছে না হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রার্থীরা

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে পৌরসভা নির্বাচন উপলক্ষে ইতোমধ্যেই প্রচারণা শুরু করে দিয়েছেন প্রার্থীরা। মহামারী করোনার সময় সরকারের পক্ষ থেকে বারবার স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিলেও প্রার্থীরা সেই আদেশ উপেক্ষা করে প্রচারণা ও গণসংযোগ করে যাচ্ছেন। প্রায় সকল প্রার্থীদেরই দেখা গেছে গণসংযোগের সময় অধিক জনসমাগম হচ্ছে এবং কারো মুখেই মাস্ক নেই। ফলে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। জানা যায়, ১ম ধাপে ২৮ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই প্রেক্ষিতেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আগে থেকেই গণসংযোগ ও প্রচারণায় নেমে পড়েছেন। দেখা গেছে সকল প্রার্থীরাই ৩০-৫০ লোক নিয়ে সকাল থেকে গভীররাত পর্যন্ত গণসংযোগ করছেন। শুধু শায়েস্তাগঞ্জই নয় একই অবস্থা হবিগঞ্জ পৌর এলাকাতেও। যদিও হবিগঞ্জ পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি তবুও কাউন্সিলর প্রার্থীরা সভা ও গণসংযোগ শুরু করে দিয়েছেন। তবে সব সময় তারা স্বাস্থ্যবিধি উপেক্ষা করছেন। গতকাল সরেজমিনে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ শহরে এ দৃশ্য দেখা যায়। এ বিষয়ে জেলা প্রশাসক কামরুল হাসান জানান, স্বাস্থ্যবিধি মেনে প্রচারণা করতে হবে। যারা মাস্ক ব্যবহার করবে না মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিয়াজুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে চলতে বারবার নির্দেশনা দিচ্ছেন। গত বৃহস্পতিবার এক সভায় সকল প্রার্থীদের স্বাস্থ্যবিধি মেনে প্রচারণা করার কথা বলা হয়েছে। যদি কেউ মাস্ক পরিধান না করেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর