,

শহরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিপুল পরিমাণ বিভিন্ন মাদক ধ্বংস

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিপুল পরিমাণ বিভিন্ন মাদক ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামালের উপস্থিতিতে মাদকগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান, মো. তৌহিদুল ইসলাম, আসমা আক্তার, মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী, তাহমিনা বেগম প্রমুখ। ধ্বংস করা মাদকগুলোর মধ্যে ছিলো ৩৮৭ কেজি গাঁজা, ৩১৭ বোতল ফেনসিডিল, ১৮৩৬ পিস ইয়াবা, ৩২৭ বোতল বিদেশী মদ, ১২ বোতল অফিসার চয়েজ ও বিয়ার, ১৭ পুড়িয়া হেরোইন ও চোলাই মদ ৫৩৪ লিটার। এ ছাড়াও উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল কোর্টের নাজির শাকিল মিয়া, সিএসআই সিরাজ উদ্দিন আহমেদ ও কোর্টের কর্মচারি এবং গণমাধ্যমকর্মীরা। সিএসএআই সিরাজ উদ্দিন জানান, বিভিন্ন মামলায় জব্দকৃত আলামত মাদকগুলো। মামলা নিষ্পত্তি হওয়ায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে এগুলো ধ্বংস করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর