,

১২ কোটি টাকায় সংস্কার হচ্ছে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক -এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক আরসিসি ঢালাই দ্বারা সংস্কার হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এড. মোঃ আবু জাহির। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সদর উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় উপদেষ্টার বক্তৃতা প্রদানকালে তিনি এ কথা জানান। তখন এমপি আবু জাহির বলেন, ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ প্রায় বারো লাখ টাকা ব্যয়ে শহরের প্রধান সড়ক আরসিসি ঢালাই দ্বারা সংস্কার করবে। তবে যানজন নিরসনে গণপরিবহনকে নির্দিষ্ট নিয়মের আওতায় নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্টদের আন্তরিকতা প্রয়োজন। তিনি আরও বলেন, আইন-শৃংখলার বিঘ্ন ঘটলে সরকারের উন্নয়ন কাজ স্লান হয়ে যায়। তাই মাঠ পর্যায়ে কর্মরত আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের দায়িত্বশীলতা নিশ্চিত করা প্রয়োজন। এছাড়া করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে মাস্ক পড়ার ব্যাপারে সচেতনতামূলক প্রচারণাও নির্দেশনা দিয়েছেন তিনি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।


     এই বিভাগের আরো খবর