,

শীত আসার সাথে সাথেই নবীগঞ্জের এম.এ গফুর চৌধুরী কল্যান ট্রাষ্টের উদ্দ্যোগে হতদরিদ্র লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সু-পরিচিত এম.এ গফুর চৌধুরী কল্যান ট্রাস্টের সৌজন্যে শীতার্থ হতদরিদ্র পরিবারের মধ্যে লেপ, তোষক ও বালিশ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মহা সড়কের উপজেলার আউশকান্দি ফয়ছল কম্পিউটার ট্রেনিং সেন্টারে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ট্রাস্টের সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী সুমন, আউশকান্দির ফয়ছল কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক ফয়ছল আহমেদ চৌধুরী, মাহবুবুর রহমান, খালেদ আহমেদ আকাশ, সাইম আহমদ সহ আরো অনেকেই। এম.এ গফুর চৌধুরী কল্যান ট্রাস্টের কর্ণধার যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন মোটোফোনে জানান, ইতোমধ্যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ, বৃত্তি প্রদান, নগদ অর্থ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কাজ কর্ম করে যাচ্ছি। আজকের এ অনুষ্ঠানের মাধ্যমে এ বছরের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা আরো বড় পরিসরে এ বছরের শীতবস্ত্র বিতরণ করবো। ট্রাস্টের পথ চলায় তিনি দেশ-বিদেশের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।


     এই বিভাগের আরো খবর