,

নবীগঞ্জে ভুক্ত অধিকার আইন সংরক্ষণ সেমিনার অনুষ্ঠিত

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ভুক্ত অধিকার আইন সংরক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হল রুমে গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, ভাইস চেয়ারম্যান গতি গবিন্দ্র দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, ইউপি চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, ইউপি চেয়ারম্যান এমদাদুর রহমান মুকুল, ইউপি চেয়ারম্যান মোঃ আশিক, ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল মুহিদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোঃ মহিবুর রহমার হারুন, ইউপি চেয়ারম্যান সত্যজিৎ দাশ, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, নবীগঞ্জ জোনাল অফিস পল্লী বিদুৎতের ডিজিএম আলী বর্দি খান সুজন, কৃষি কর্মকর্তা মাকসুদুল করিম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, প্রকল্প বাস্তবায়বন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, পজীব কর্মকর্তা শাকিল আহমদ প্রমুখ। সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা,এ আইনের অধীনে অভিযোগ দায়ের এবং অপরাধ ও দন্ডবিধান, ভোক্তাদের অধিকার অবহিত করা হয়।


     এই বিভাগের আরো খবর