,

সাবেক এমপি মোছাব্বিরের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আলী হাছান লিটন ॥ হবিগঞ্জের প্রবীন জননেতা হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক এমপি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সভাপতি ও জেলা বারের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মোছাব্বির এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের রাজনগর ইসলামিয়া এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও মরহুমরের গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল আয়োজন করা হয়। প্রয়াত এমপি এ্যাডভোকেট আব্দুল মোছাব্বির ১৯৮৮ সালে জাসদ থেকে হবিগঞ্জ-১ আসনের এমপি নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনেও তিনি অংশ নেন। পরে আওয়ামী লীগে যোগদান করেন। তিনি হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০১৮ সালের ২৮ নভেম্বর তিনি হবিগঞ্জের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন তিনি আমেরিকায় বসবাস করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তার একমাত্র ছেলে এ্যাডভোকেট সুলতান মাহমুদ হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে জেলা আওয়ামী লীগের সদস্য। তার স্ত্রী ও ৪ মেয়ে আমেরিকায় এবং ১ মেয়ে লন্ডনে বসবাস করেন। প্রয়াত এমপির রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন, তাঁর একমাত্র পুত্র সন্তান হবিগঞ্জ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের সভাপতি, জেলা পরিষদের সদস্য, জেলা আওয়ামী লীগ নেতা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুলতান মাহমুদ।


     এই বিভাগের আরো খবর