,

নবীগঞ্জে কম দামে সবজি বিক্রি করায় বিক্রেতার উপর হামলা ॥ থানায় অভিযোগ

সংবাদদাতা ॥ নবীগঞ্জে কম দামে সবজি বিক্রয় করায় বিক্রেতার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় লোকজন হামলার শিকার সবজি বিক্রেতাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা নেন ওই আহত ব্যক্তি। আহত সবজি বিক্রেতা নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত সাজত খাঁর ছেলে মোঃ লিল খাঁ (৩৭)। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন লিল খাঁ। অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত নবীগঞ্জ বাজারে কম দামে সবজি বিক্রি করে আসছেন লিল খাঁ (৩৭)। বাজারের কয়েকজন ব্যবসায়ী তাকে কম দামে সবজি বিক্রি না করার নিষেধ করে বাধা দেন। কিন্তু লিল খাঁ ক্রেতাদের কাছে স্বল্প দামে সবজি বিক্রি করায় গতকাল সোমবার সকাল ১১টায় নবীগঞ্জ বাজারস্থ গ্রুপ সেন্টার (কাঁচা বাজারে) নবীগঞ্জ পৌরসভার চরগাঁও গ্রামের নবীগঞ্জ বাজার বহুমুখী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন চৌধুরী (৪৮), ছালামতপুর গ্রামের মৃত আইয়ুব উল্লার ছেলে আব্দুল শহিদ (৫৫), নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের মৃত বাছিত উল্লার ছেলে শহিদ মিয়া (৫৫), নবীগঞ্জ পৌরসভার গন্ধা এলাকার রশিদ উল্লার ছেলে জয়নাল মিয়া (৪৫), আদিত্যপুর গ্রামের রবিন্দ্র রায়ের ছেলে অজিত রায় (৪৮)সহ অজ্ঞাত লোকজন মিলে লিল খাঁর উপর হামলা চালিয়ে আহত করে। হামলার শিকার লিল খাঁর শোর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন লিল খাঁ।


     এই বিভাগের আরো খবর