,

আউশকান্দি বাজারে অবৈধ স্থাপনা ধরে রাখতে বিভিন্ন মহলে দৌড়ঝাপ

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি (হীরাগঞ্জ) বাজারে রাস্তা ও ড্রেনেজ নির্মাণকে সামনে রেখে রাস্তার উভয় পাশে দোকানপাট, বিল্ডিংসহ ফুটপাতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লীষ্ট প্রশাসনের নির্দেশনার পরও অনেক স্থাপনা এখনো উচ্ছেদে হয়নি। বরং অবৈধ স্থাপনা দখলে রাখার পায়তারা করে সংশ্লিষ্ট প্রশাসন ও সরকার দলের নেতাদের কাছে ধরনা দেয়ার গুঞ্জন রয়েছে। আউশকান্দি মধ্য বাজারের তজমুল হক ও সজ্জাদুল হক বিল্ডিং ভেঙে ফেলা হলেও দখল ছাড়েনি। অন্যদিকে লন্ডন প্রবাসী সাজন মিয়ার বিল্ডিংসহ মাদ্রাসা পয়েন্টেয়ে চিহ্নিত মার্কেটগুলো এখনো অক্ষত রয়েছে। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। কোন ক্ষমতা বলে এখনো দখলদাররা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেনি এনিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গতকাল সোমবার রাতে সংবাদ লেখা পর্যন্ত সড়ক ও জনপথের নির্দেশনা থাকার পরও প্রভাবশালীদের অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় জনমনে আতংক বিরাজ করছে। বাজারের সৌন্দর্য্য বর্ধনে ও জনসাধারনের চলাচলের সুবিধার্থে বাজারে উভয় পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের কার্যকরী প্রদক্ষেপ নেয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী। হবিগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরেরর উপ সহকারী প্রকৌশলী শাহিদুল ইসলাম বলেন, বেশির ভাগ অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়ে গেছে, যারা নির্দেশনার পরও এখনো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেনি তাদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


     এই বিভাগের আরো খবর