,

জায়গা বদলেছে কিন্তু বদলাননি সাকিব

সময় ডেস্ক : প্রথম দুই ম্যাচে তিন নম্বর ব্যাটসম্যান। পরের দুই ম্যাচে ওপেনার। আজ ফরচুন বরিশালের বিপক্ষে খেললেন ফিনিশার হিসেবে। টি-টোয়েন্টি ম্যাচে পাঁচে নামলে অন্তত এ কথা বলাই যায়। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে পাঁচ ম্যাচ খেলা জেমকন খুলনার অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেখা গেল এই তিন ভূমিকায়। প্রথম চার ম্যাচে টপ অর্ডারে খেলে সাফল্য পাননি। উইকেটে থিতু হয়েছেন। এরপর আউট। আজও তাই হলো। বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে লং অন দিয়ে ছক্কা মারতে গিয়ে তৌহিদ হৃদয়ের দুর্দান্ত ক্যাচে থেমেছে সাকিবের ইনিংস। ১০ বলে ২ চারে ১৪ রানে থামে সাকিবের আরেকটি সম্ভাবনাময় ইনিংস। তবে জয় পেয়েছে তাঁর দল খুলনা। বরিশালকে ৪৮ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে খুলনা। আজ সাকিব যখন ক্রিজে এসেছিলেন, তখনো খুলনার ইনিংসের ৬ ওভার বাকি। হাতে ৭ উইকেট। দলের রান ১০৯। শেষ পর্যন্ত খেলে খুলনাকে ১৭০ রানের আশপাশে নিতে পারলেই সাকিব তাঁর দায়িত্বে পাস মার্ক পেতে পারতেন। শুরুও করেছিলেন দারুণভাবে, কামরুল ইসলামের অ্যাঙ্গেল থেকে ভেতরে আসা বলে ড্রাইভে চার মেরে। তাসকিনের একটি শর্ট বল পেয়েছিলেন কাট করার জন্য। সেই সুযোগটাও কাজে লাগান সাকিব। আজ দিনটা সাকিবের হবে, এমন ইঙ্গিতের জন্য এই দুটি বাউন্ডারি যথেষ্ট ছিল। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ পাঁচ ওভারের দাবি মেটাতে হলে মারতে হবে। সেটি করতে গিয়েই সাকিব আউট। তবে সাকিব যা করতে পারেননি, খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ সেটি করে দেখানোর ইঙ্গিত দিচ্ছিলেন। ‘ডেথ ওভার’-এ ধারাবাহিক কামরুলের বোলিংয়ে বোল্ড হওয়ার আগে ভালোই খেলছিলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তাঁর ১৪ বলে ২৪ রান খুলনাকে নিয়ে যায় ৬ উইকেটে ১৭৩ রানে। দারুণ এক ইনিংস খেলেছেন জাকির।


     এই বিভাগের আরো খবর