,

নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস প্লান্টে বেতন-বৈষম্যের প্রতিবাদ করায় ৭ শ্রমিককে চাকরিচ্যুতের অভিযোগ

সংবাদদাতা : এশিয়া মহাদেশের বৃহৎতম গ্যাস ক্ষেত্র হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় অবস্থিত বিবিয়ানা গ্যাস ক্ষেত্র (সাউথ-প্যাড) এ বেতন-ভাতা বৈষম্যের প্রতিবাদে ও বেতন-ভাতা বৃদ্ধির দাবীতে আন্দোলন করায় ৭ জন শ্রমিককে চাকরিচ্যুত করেছে শেভরন নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ। এ ঘটনায় প্রতিকার চেয়ে হবিগঞ্জের
পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে পুনরায় কর্মস্থলে ফিরিয়ে দেয়ার আকুতি জানিয়েছে শ্রমিকরা। জানা যায়, ২০০৬ সালে হতে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র (সাউথ-প্যাড) এ বিভিন্ন পদে কর্মরত রয়েছেন আলী হুসেন, জিয়াউল রহমান, পল্টন দেব, কদ্দুছ মিয়া, অসীম আর্চায্য, আকলিছ মিয়া, আজগর আলী। কিন্তু তারা অধিকার আদায় করতে গিয়ে চাকরি হারিছেন বলে অভিযোগ করছেন। তারা জানান, চলতি বছরের ফেব্রুয়ারী মাসে শ্রমিক দায়িত্ব প্রাপ্ত শেভরন নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজের প্রোপাইটর সৈয়দ আলী হায়দার আলমগীরের সাথে বেতন-ভাতা নিয়ে ৫৭ জন শ্রমিকের মতবিরোধ দেখা দেয়। এরপর কর্মবিরতি পালন করে ক্ষুব্দ শ্রমিকরা। পরে নানা আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকদের কাজে ফেরার আহবান করে ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ। কিন্তু শ্রমিকদের মধ্যে আলী, জিয়াউল, পল্টন, কদ্দুছ, অসীম, আকলিছ, আজগরসহ ৭ জনের কর্মবিরতি ঘোষনা করে ১ মাস কাজে না যাওয়ার জন্য জানায় ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ। কিন্তু মাসের পর মাস অতিবাহিত হলেও ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজের প্রোপাইটর সৈয়দ আলী হায়দার আলমগীরের সাথে শ্রমিকরা যোগাযোগ করেও কর্মস্থলে ফিরতে পারছেন না। এমন পরিস্থিতিতে অনাহারে মানবেতর জীবন-যাপন করছে ৭ জন শ্রমিকের পরিবার বর্গের সদস্যরা। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি নিয়ে বারবার সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে প্রতিকার চেয়ে হবিগঞ্জের পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শ্রমিকরা। এদিকে শ্রমিকদের আরো অভিযোগ, ঠিকাদারী প্রতিষ্টার কোম্পানীর সাথে চুক্তিতে তাদের বেতন মোটা অংকের টাকা দেখায় কিন্তু তাদেরকে নামমাত্র বেতন দেয়। শ্রমিকরা জানান প্রথমে তাদেরকে ২০ হাজার টাকা মাসে বেতন দেয়া হতো। কিন্তু তা কমিয়ে এখন ১২ থেকে ১৩ হাজার টাকা বেতন দেয়া হয়। তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে। এর জন্য আন্দোলনে নামেন শ্রমিকরা। এনিয়ে শ্রমিকরা হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্যের বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন। শ্রমিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।


     এই বিভাগের আরো খবর