,

হাতকড়া রাজ্জাকের নয় ১৬ কোটি মানুষের হাতে

সময় ডেস্ক ॥ বর্ডার গার্ড রাজ্জাককে ফিরিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ নিতে না পারায় সংসদে ব্যাপক সমালোচনা করলেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো: সেলিম। তিনি বলেন, রাজ্জাককে ধরে নেয়ার পর মায়নমারের বর্ডার গার্ড তাদের ফেসবুকে যে কয়েকটি ছবি প্রকাশ করেছে তার মধ্যে একটি ছবিতে রয়েছে রাজ্জাককে হাতে হাতকড়া পড়িয়ে রাখা হয়েছে। যে হাতকড়া শুধু রাজ্জাকের হাতে রাখে নাই, এটি ১৬ কোটি মানুসের হাতে পড়ানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচানায় তিনি এসব কথা বলেন। সেলিম বলেন, ‘মায়নমারের বিজিবি আমাদের সঙ্গে বেয়াদ্দবি করছে। আমরা কিছুই করতে পারছি না। না কূটনীতি দিয়ে, না আমাদের বর্ডার গার্ডের মাধ্যমে।” ‘আমরা এত টাকা খবর করছি আমাদের বিজিবির পেছনে, তাদের কাছ থেকে কি পাচ্ছি? মায়ানমারের বিজিবি আমাদের সদস্যদের গুলি করে, তুলে নিয়ে যায়। এখানে আমরা কেন প্রতিরোধ গড়তে পারি না, তাদের পাল্টা গুলি করতে পারি না? তার মানে কি আমাদের বিজিবি শক্তিশালী না? সবাই জানে মায়নমারের বিজিবি সদস্যরা ইয়াবা, মাদক সহ এমন কিছু নেই তারা করে না। তারা আমাদের বিপ্লব কুমারকে গুলি করে রাজ্জাককে তুলে নিয়ে গেল। এত দিন হওয়ার পরও কেন আমরা এর কোন সুরাহা করতে পারছি না। রাজ্জাককে দ্রুত ফিরিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। কুটনৈতিক তৎপরতার সমালোচনা করেন তিনি বলেন, সবাই জানে আমাদের কূটনৈতিক নীতি হচ্ছে বন্ধুত্বপূর্ণ। আর সরকারের সকল চালিকাশক্তি থাকা সত্ত্বেও কেন আমরা পারি না, তাহলে আমরা কি শুধু গুলিই খাব?


     এই বিভাগের আরো খবর