,

নবীগঞ্জে জলমহাল লীজ নিয়ে দূর্বত্তদের হামলায় আহত এক

সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের দেবপাড়া বাশডর গ্রামের দূর্বত্তদের হামলায় মিন্নত আলী (৪০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। আহত মিন্নত আলী প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত সূত্রে জানাযায়, বাশডর গ্রামে বিজনা নদীর জলমহাল লীজ নিয়ে গ্রামের লোকজন দু ভাগে বিভক্ত হয়ে পড়েন। এ নিয়ে সফিক মিয়া ও কাচন মিয়ার দু গ্রুফের লোকজনের মধ্যে একাধিক হামলা মামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জাহির আলী নামের (৭০) বছরের এক বৃদ্ধা মারা যান। মারা যাওয়ার পর ওই হত্যাকান্ডের ঘটনায় নবীগঞ্জ থানায় ৯৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই হত্যা মামলার আসামী রুবেল, মন্নান, আয়েদ, সামসূল, আব্দুল জলিল, আব্দুল মালিক, মন্নাফ মিয়াসহ এক দল দুর্বত্তরা মিন্নত মিয়ার তার কাছে তাদের ক্ষতি পূরন হিসাবে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় গত বুধবার রাতে তাকে বাড়ির রাস্তার পাশে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি হামলায় মারাত্বক ভাবে আহত করে। আহত মিন্নত আলীর আত্নচিকিৎকাওে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি দেখে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর