,

নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীর উপর হামলা

সংবাদদাতা ॥ নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। গত বুধবার সকাল ১০টায় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামের স্থানীয় বাজারে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যপারে নবীগঞ্জ থানায় গতকাল শুক্রবার ৬ জনের নাম উল্লেখ করে ৩ জন অজ্ঞাত রেখে মামলা দায়ের করেছেন প্রতিপক্ষের হামলার শিকার ব্যক্তি। অভিযোগ সুত্রে ও হামলার শিকার হাজী ফুরুক মিয়া জানান, উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামের শাকির আলী ও জুনেদ মিয়ার স্ত্রী ছানা বেগমের সাথে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছিল ফুরুক মিয়ার। এরই প্রেক্ষিতে গত বুধবার সকালে স্ত্রী-সন্তান নিয়ে ফুরুক মিয়া শ্বশুড় বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে কালাভরপুর গ্রামের সাকিনস্থ সারং বাজার পয়েন্টে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে শাকির আলী ও জুনেদ মিয়ার স্ত্রী ছানা বেগম তাদের বাহিনী নিয়ে হাতে থাকা লোহার রড ও জিআই পাইপ দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ফুরুক মিয়া স্ত্রী সন্তানসহ গুরুতর আহত হন। একপর্যায়ে তাদের শোর-চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারী শাকির ও ছানাসহ তাদের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফুরুক মিয়া ও তার স্ত্রী-সন্তানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যায় ফুরুক মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং ৩ অজ্ঞাত রেখে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমানে সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যটা উদঘাটনের জন্য গোপলার বাজার ফাঁড়ি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’


     এই বিভাগের আরো খবর