,

নবীগঞ্জে ইউপি সদস্য ফজলু মিয়ার বিরুদ্ধে সরকারের দেয়া সাহায্যে স্বজনপ্রীতি ও দূর্নীতির অভিযোগ

সংবাদদাতা ॥ নবীগঞ্জে এক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারের দেয়া সাহায্যের স্বজনপ্রীতি ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (১৫ অক্টোবর) ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া, সাদতপুর ও করিমপুর গ্রামবাসী নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বরারবর অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, এলাকার উন্নয়নের সার্থে বিগত প্রায় ১০ বছর যাবত কাকুড়া গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে মোঃ ফজলু মিয়াকে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত করেছিলেন এলাকার লোকজন। নির্বাচনের প্রথম ৫ বছর ইউপি সদস্য ফজলু জনগণের স্বার্থে কাজ করলেও পরের বার আবারো পূর্ণরায় তাকে নির্বাচিত করার পর সে সরকারের দেয়া সাহায্য বিভিন্নভাবে স্বজনপ্রীতি ও দূর্নীতি করতে শুরু করে। তার দূর্নীতি চরম পর্যায়ে পৌঁছাতে শুরু করলে সে অনিয়ম ও স্বজনপ্রীতি বাড়িয়ে এলাকায় অরাজকতার স”ষ্টি করে। অভিযোগে আরো উল্লেখ করা হয়, ইউপি সদস্য ফজলু মিয়া হত-দরিদ্রদের সরকারের দেয়া ভিজিডি বিতরণে অনিয়ম, করোনাকালীন সময়ে সরকারের দেয়া আর্থিক অনুদান আড়াই হাজার টাকা স্বজনপ্রীতি এবং খাদ্যবান্ধব কর্মসূচির ১০ কেজি চাল বিতরণের তালিকা তৈরীতে স্বজনপ্রীতি। চানপুর গ্রামে তার তালতো ভাই আব্দুল করিমের স্ত্রী মোছাঃ শারফুল বেগম, কাকুড়া গ্রামের তার আপন বড় ভাই মোঃ লয়লুছ মিয়ার স্ত্রী মদিনা বেগম, তার আপন বোন সামছিয়া বেগম, তার চাচাতো ভাই মোঃ সেফুল মিয়া, আপন ভাই দেওয়ান মিয়া, তালতো ভাই চুনু মিয়ার স্ত্রী মোছাঃ লুছনা বেগম, তার আপন চাচাতো ভাই অজুদ মিয়ার স্ত্রী সেনু বেগম এবং করোনাকালীন সময়ে সরকারের আর্থিক অনুদানের আড়াই হাজার টাকার প্রনোদনায় তার চাচাতো ভাই শাহনাজ মিয়া, মোঃ জুয়েল মিয়া, আব্দুল কালামের স্ত্রী সাফিয়া বেগম, তার ভাগনি মোছাঃ শেপি বেগম, তার আপন ভাই মোঃ মজনু মিয়া, তার চাচাতো ভাই সেবুল মিয়ার স্ত্রী সাহেলা বেগম, তার ভাই দেওয়ান মিয়ার স্ত্রী ছালেকা বেগম, তার আপন চাচা মোঃ ছুরুক মিয়া, তার ভাই মোঃ আব্দুল কাইয়ুম, আব্দুল কাইয়ুমের পিতা রহমত উল্লাহ সহ অনেক আত্মীয় ও তার সাথের লোকজনের নাম অর্ন্তভুক্ত এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের বরাদ্ধের ৭টি সৌর বিদ্যুৎ পাওয়ার পর তার আপন দুই ভাইকে ২টা, চাচাতো ভাইকে ১টা, ৫ হাজার টাকার বিনিময়ে দূর্নীতি করে কাকুড়া গ্রামের মৃত মনু মিয়ার পুত্র আব্দুল হক মিয়াকে সৌর বিদ্যুৎ প্রদান করে। এছাড়াও ইউপি সদস্য ফজলু মিয়া বিধবা বয়স্ক ভাতার অর্ন্তভূক্ত করতে উৎকোচের বিনিময়ে প্রদান করেছে। তার বিরুদ্ধে এলাকার কেউ প্রতিবাদ করতে সাহস পায়না বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর