,

নবীগঞ্জে একশ পারিবারকে আর্থিক সহায়তা দিল যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি

সংবাদদাতা ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) দূর্যোগকালে অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ প্রদানসহ বিভিন্ন কমসুচি পালন করে আসছে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি, যুক্তরাষ্ট্র ইন্ক। এরই অংশ হিসাবে নবীগঞ্জে একশ’ পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়। গতকাল শনিবার বেলা ১১টার দিকে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি, যুক্তরাষ্ট্র ইন্ক-এর অর্থায়নে ও ‘নবীগঞ্জ ইউনাইটেড আইডিয়াল সোসাইটি’র তত্ত্ববাবধানে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে অয়োজিত অলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড আইডিয়াল সোসাইটির উপদেষ্টা শিহাব আহমেদ চৌধুরী। সংগঠনের সভাপতি মুজাহিদ আলম চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, সমাজসেবক জুনেদ হুসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানি, নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ বাছিত প্রমূখ।
ভার্চুয়ালভাবে অলোচনা সভায় বক্তব্য রাখেন, ‘হবিগঞ্জ কল্যাণ সমিতি, যুক্তরাষ্ট্র ইন্ক’ এর সভাপতি মিজানুর রহমান শেফাজ, সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, সহ সাধারণ সম্পাদক রোকন হাকিম, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গফফার আহমেদ। এছাড়াও নিউইয়র্ক থেকে আলোচনা সভায় অংশ নেন সংগঠনের সহ সভাপতি সাব্বির হোসেন, ইকবাল বাহার চৌধুরী, গিয়াস উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ওসমান গণি তালুকদার শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান আলী টিপু, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলী খান জুনেদ, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক শাহ গোলাম রহিম শ্যামল, ধর্ম ও সমাজ কল্যান সম্পাদক কাউছার চৌধুরী, শিক্ষ ও দপ্তর সম্পাদক জুয়েল মিয়া, সাহিত্য সম্পাদক মুহিত খান, মহিলা সম্পাদিকা এনি নন্দী চৌধুরী, কার্যকরি সদস্য শফিউল তালুকতার, আতাউর রহমান, রেজাউল আজাদ ভূইয়া রিজু, মো. জয়নাল চৌধুরী, শওকত চৌধুরী, আবুল কালাম আজাদ টিপু, মোস্তাকিম চৌধুরী নাবিল, জুমান আহমেদ হাসান।
এ সময় তারা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য ‘হবিগঞ্জ কল্যাণ সমিতি, যুক্তরাস্ট্র ইন্ক’-এর উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মোবাশ্বির হোসেন চৌধুরী, এডভোকেট নাসির উদ্দিন, সৈয়দ নাজমুল হাসান কুবাদ, রমিজ উদ্দিন খান, ডা. আশরাফ উদ্দিন, সিরাজুল ইসলাম চৌধুরী, তাজুল ইসলাম তালুকদার, সৈয়দ ফজলুর রহমান ফজলু, গাজী মাহমুদুর রহমান, গোলাম সারোয়ার চৌধুরী, ফজলুল হক কালাম, সৈয়দ মহিবুর রহমান ইকবাল, সুরত আলী মাস্টারকে ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনাইটেড আইডিয়াল সোসাইটির সাধারণ সম্পাদক কার্তিক শীল, অর্থ সম্পাদক সাইফুর রহমান, প্রচার সম্পাদক আরিফুল হক রুপন, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক আলী আহমেদ বেলাল, সদস্য সৈয়দ জহিরুল ইসলাম, মির্জা নূর উদ্দিন সেলিম, সৈয়দ বদিউল ইসলাম, কাইয়ুম চৌধুরী, সৈয়দ সয়েবুর রহমান, নাঈম হুসেন, অতিকুর রহমান, জসিম উদ্দিন, জোবায়ের রাকিব, সাংবাদিক নাবেদ মিয়া ও আলাল মিয়া প্রমুখ।


     এই বিভাগের আরো খবর