,

দলের সঙ্গে ‘বিশেষ বৈঠক’ কোহলির

সময় ডেস্ক ॥ চার টেস্টের প্রথমটিতে অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হেরেছে ভারত। দ্বিতীয় টেস্ট থেকে আবার খেলবেন না বিরাট কোহলি। সন্তান সম্ভাবা স্ত্রীকে সময় দিতে ফিরবেন দেশে। তবে দেশে ফেরার আগে সতীর্থদের সঙ্গে বিশেষ এক বৈঠকের বসছেন কোহলি। ভারতীয় ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম স্পোর্টস ইনসাইড দিয়েছে এমনই খবর। তারা জানিয়েছে, কোহলি দেশে ফেরার আগে দলকে উজ্জ্বীবিত করার চেষ্টা করবেন। সোমবার ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রীর সঙ্গে অনুশীলন সেশন ছিল ক্রিকেটারদের। ওই অনুশীলনের পরে দলের সঙ্গে বসার কথা কোহলির। হাতে এখনও তিন টেস্ট আছে। ঘুরে দাঁড়ানোরও তাই সুযোগ আছে। কোহলি দলকে এমনই বার্তা দেবেন বলে জানা গেছে। এছাড়া কোহলি দলে না থাকলেও হোয়াটস অ্যাপের মাধ্যমে সব সময় দলের সঙ্গে যোগাযোগ রাখবেন বলে জানিয়েছেন। ইনসাইড স্পোর্টসকে তাদের সূত্র জানিয়েছে, দলীয় ওই বৈঠকের বাইরে কোহলি দলের সবার সঙ্গে আলাদা করে কথাও বলবেন। তাদের দায়িত্ব যেমন বুঝিয়ে দেবেন। তেমনি দল থেকে ছিটকে পড়লে যেন হতাশ না হন সেই বার্তা দেবেন। বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতের নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে। তিনিও দলের সঙ্গে বৈঠকে কথা বলবেন বলে জানা গেছে। এমসিজি গ্রাউন্ডে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বক্সিং ডে টেস্ট। ওই টেস্টে অবধারিতভাবে ভারতীয় দলে আসছে তিন-চারটি পরিবর্তন। বিরাট কোহলির জায়গায় দলে ঢুকতে পারেন কেএল রাহুল। ওপেনিংয়ে পৃথ্বী শ’র জায়গায় দেখা যেতে পারে শুভমন গিলকে। মোহাম্মদ শামির জায়গায় খেলতে পারেন নভদীপ শাইনি। এছাড়া হানুমা বিহারি, ঋদ্ধিমান সাহকেও দলের বাইরে দেখা যেতে পারে।


     এই বিভাগের আরো খবর