,

কবি-সাংবাদিক পার্থ সারথি চৌধুরী ও শিল্পী-সাংবাদিক সঞ্জীব চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সংবাদদাতা ॥ হবিগঞ্জে কবি-সাংবাদিক পার্থসারথি চৌধুরীর ৬৯তম ও শিল্পী-সাংবাদিক সঞ্জীব চৌধুরীর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে খোয়াই থিয়েটারের উদ্যোেেগ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের টাউন হল রোডস্থ খোয়াই থিয়েটার র্কাযালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থিয়েটারের সহ-সভাপতি সিদ্দিকী হারুন। এতে আলোচনায় অংশ নেন নাট্যকর্মী আব্দুল হামিদ, মুক্তাদির হোসেন, জুবায়েদ হোসেন, প্রমথ সরকার, ফরহাদ চৌধুরী, মুনায়েম ও সাকী প্রমুখ। সভা পরিচালনা করেন খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ। সভায় বক্তাগণ বলেন, র্পাথসারথি চৌধুরী ও সঞ্জীব চৌধুরী উভয়ইে ছিলেন সমাজ পরিবর্তনের সৈনিক। উভয়েই তাঁদের নিজ নিজ সময়ে কাজের মাধ্যমে সৃজনশীলতা ও সমাজ- প্রগতির পক্ষে এবং পশ্চাদপদতা-প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে লড়াই করে গেছেন। তাই উভয়ের জীবন ও কর্মের মূল্যায়ন জরুরি।


     এই বিভাগের আরো খবর