,

হবিগঞ্জে শ্রমিক নেতাকে মারধোরের প্রতিবাদে সিএনজি শ্রমিকদের সড়ক অবরোধ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরে শ্রমিক নেতাকে মারধোরের প্রতিবাদে সিএনজি শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। এ সময় প্রায় ২ ঘন্টা শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। জানা যায় গতকাল সোমবার দুপুর ১১ টা থেকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর সিএনজি স্টেশন এলাকায় প্রধান সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানার ওসি মাসুক আলীসহ ট্রাফিক ইন্সপেক্টর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সিএনজি শ্রমিক সূত্রে জানা যায়, সম্প্রতি জাকির মিয়া নামের হবিগঞ্জ জেলা সিএনজি সমিতির যুগ্ম সম্পাদককে শায়েস্তানগর তেমুনিয়া এলাকায় মারপিট করেন ট্রাফিকের টিএসআই খলিলুর রহমান। এ অভিযোগের প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এদিকে এ নিয়ে সিএনজি স্ট্যান্ড অফিসে উভয় পক্ষকে নিয়ে বৈঠক হয়। এতে ট্রাফিক টিএসআই খলিলুর রহমান তার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করলে অবরোধ তুলে নেয়া হয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে ট্রাফিক ইন্সপেক্টর অরুন বিকাশ দেওয়ান জানান, ভুলবোঝাবুঝির কারণে এ সমস্যা হয়েছিল। সমাধান হওয়ায় সিএনজি চলাচল স্বাভাবিক হয় এবং অবরোধ তুলে নেয় শ্রমিকরা।


     এই বিভাগের আরো খবর