,

মামলা করে স্ত্রী না পাওয়ায় ক্ষোভে হবিগঞ্জে আদালত চত্বরে স্ত্রী ও তার ভাইকে পিটিয়ে আহত

জুয়েল চৌধুরী ॥ মামলা করে স্ত্রী না পাওয়ার ক্ষোভে আদালত চত্বরেই স্ত্রী ও তার ভাইকে পিটিয়ে আহত করেছে স্বামী ও একদল দুর্বৃত্ত। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার অমৃতা গ্রামের আকল মিয়ার মেয়ে মিশু আক্তার (২০)কে একই উপজেলার বক্তারপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে মকসুদ আলী (২২) দুই বছর আগে বিয়ে করে। বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্য হয়। এক পর্যায়ে মিশু তার পিত্রালয়ে চলে যায়। পরে স্ত্রীকে পাওয়ার জন্য মকসুদ আদালতে মামলা করেন।
গতকাল বুধবার মামলার তারিখ ধার্য্য ছিল। ওই সময় আদালতে হাজির হয়ে মিশু জানান, তিনি স্বামীর সঙ্গে যাবেন না। এর প্রেক্ষিতে আদালত তাকে তার ভাইয়ের জিম্মায় যাওয়ার আদেশ দেন। এর পরপরই মকসুদ আদালতের ভিতর থেকে বের হয়ে তার লোকজন নিয়ে স্ত্রী মিশু আক্তার (২২) ও তার ভাই আজিজুর রহমানকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে বিভিন্ন স্থান থেকে আসা বিচারপ্রার্থীরা মনে করেন আদালত প্রাঙ্গণে প্রায়ই এরকম ঘটনা ঘটছে। এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্ব দিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।


     এই বিভাগের আরো খবর