,

বানিয়াচংয়ে দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জহিরুল ইসলাম নাসিম ॥ বানিয়াচংয়ে দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বানিয়াচং উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ৩নং ইউনিয়ন ভূমি অফিসে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। বানিয়াচং উপজেলা দুদকের সভাপতি বিপুল ভূষন রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ক্বাজী মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বিএসডি মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মুবাশ্বির আহমদ,দুদক সদস্য ভানু চন্দ্র চন্দ, ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা তপন দত্ত, আহমদ লস্কর,মুশফিকুর রহমান প্রমুখ। এছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত ভূমি মালিকগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা সবাই বলেন ইউনিয়ন ভূমি অফিসে দূর্নীতি হয় কিন্তু কেউই প্রমাণ দেননা। প্রমাণসহ আমাকে জানান সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দূর্নীতি মুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছি। দূর্নীতি মূক্ত সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন, নামজারীর জন্য কিছু কিছু ইউনিয়ন চেয়ারম্যানদের কাছ হইতে পাওয়া ওয়ারিশান সার্টিফিকেট পেয়ে আমি বেশী বিব্রতবোধ করি। বোন থাকা সত্বেও শুধু ভাইদের নামদিয়ে ওয়ারিশান সার্টিফিকেট দেওয়া হয়।


     এই বিভাগের আরো খবর