,

নবীগঞ্জে রিক্সা অটোরিক্সা মিশুক শ্রমিকদের নির্যাতন বন্ধের দাবীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বর সহ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন রোডে রিক্সা অটোরিক্সা মিশুক শ্রমিকরা নির্যাতিত হচ্ছে। নির্যাতনের প্রতিবাদে ও নির্যাতন বন্ধের দাবীতে গতকাল বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকার সময় নবীগঞ্জ জে কে মডেল হাই স্কুল মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা শেষে বিরাট এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। নবীগঞ্জ উপজেলার রিক্সা অটোরিক্সা মিশুক শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ কদ্দুছ এর সভাপত্বিতে যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রশিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান নবীগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক সমিতির লন্ডন প্রভাসী বেলাল চৌধুরী, প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনো সমস্যার সমাধাণ করা সম্ভব হয়। আউশকান্দি কিবরিয়া চত্বরে মিশুক শ্রমিকরা নির্যাতিত হচ্ছে। এছাড়া নবীগঞ্জ পৌর শহরের মধ্যে ও হবিগঞ্জ রোড সহ শ্রমিকরা নির্যাতিত হচ্ছে। আমরা নির্যাতনের প্রতিবাদে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া। আরোও বক্তব্য রাখেন সমাজ সেবক মোঃ সুরাভ মিয়া, সাবেক মেম্বার দিলসাব মিয়া, আবুল কালাম মিঠু, হেলাল চৌধুরী, সংগঠনের সহ সভাপতি আঃ কাদির সঞ্জব আলী, পৌর শাখার সভাপতি রুস্তম আলী, সহ সভাপতি আজিজুর রহমান, সহ সভাপতি আঃ রউফ, মিলন মিয়া, আঃ হক, শাহজাহান মিয়া আউশকান্দি রিক্সা শ্রমিক সংগঠনের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক বেলাল চৌধুরী, বাংলা বাজারের শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর ইসলাম, সাধারণ সম্পাদক মস্তফা মিয়া, খারং বাজার সভাপতি ফরহাদ মিয়া পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ আলী, শ্রমিক নেতা জুনাব আলী, জাবেদ মিয়া, শেখ কাজল, আল আমীন প্রমুখ।


     এই বিভাগের আরো খবর