,

বয়স্করা খাদ্যতালিকায় কী রাখবেন

সময় ডেস্ক ॥ শরীরের প্রয়োজনীয় পুষ্টি এবং সঠিক ওজন বজায় রাখতে খাবারের প্রতি যত্নশীল হতে হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের খাদ্যগ্রহণের অভ্যাসও বদলাতে হবে। এ সময় মেটাবলিজম ধীরগতিতে হয়। ক্যালোরি কমে আসে। এ ছাড়া পুষ্টির প্রয়োজনীয়তা বেড়ে যায়। তাই খাদ্যাভ্যাস পরিবর্তন জরুরি হয়ে পড়ে।
আসুন জেনে নিই বয়স্করা খাদ্যতালিকায় কী রাখবেন-
১. বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হজম ক্ষমতা কমে আসে। এ ছাড়া যারা নিয়মিত ব্যায়াম বা কায়িক পরিশ্রম করেন না, তাদের ক্যালোরি ক্ষয় করার ক্ষমতা কমে যায়। এ সময় নিয়মিত ব্যায়াম করুন।
২. এ সময় পরিমাণমতো খেয়ে শরীরের সঠিক ওজন বজায় রাখা জরুরি। অতিরিক্ত চর্বিজাতীয় খাবার খাওয়া যাবে না।
৩. বয়স হলে অনেকেরই দাঁতের সমস্যা হয়। এ সময় নরম খাবার খাওয়া ভালো। আর কোষ্ঠকাঠিন্যে ভুগলে দুধ, শস্যদানা, মুসলি, দই খেতে পারেন।
৪. বয়স্করা বিভিন্ন ধরনের রোগে ভুগে থাকেন। এ সময় ডায়াবেটিস, ছানি, পেশির ক্ষয়, হৃদরোগ, অস্টিওপরোসিস, ডিমেনশিয়া, অ্যালজাইমার্স ইত্যাদি হতে পারে। তাই খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে।
৫. সবসময়ই উচিত একজন ভালো ডায়েটেশিয়ানের পরামর্শ নেয়া।


     এই বিভাগের আরো খবর