,

ইনাতগঞ্জে বড় ভাইর বিরুদ্ধে বাড়ি দখলে নেয়া ও লাইসেন্সকৃত বন্ধুক দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামে বড় ভাইর বিরুদ্ধে বাড়ী দখলে নেয়ার পায়তারাসহ তার লাইসেন্সকৃত বন্ধুক দ্বারা ভয়ভীতির অভিযোগ করেছেন ছোট ভাই আয়াছ উদ্দিন। ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের আয়াছ উদ্দিনের দেয়া লিখিত অভিযোগে জানা যায়, তার বড় ভাই সাবেক মেম্বার আছাব উদ্দিন ও তার দুই ছেলে দীর্ঘদিন যাবত তাকে নানাভাবে নির্যাতন করে আসছে। আয়াছ উদ্দিন জানান তার মা জীবিত থাকাবস্থায় তার বড় ভাই আছাব উদ্দিন তার ভিটা বাড়ি তাদের কাছে বিক্রি করে শ্বশুর বাড়ী চলে যায়। এরপর ইনাতগঞ্জ বাজারে ভাড়া বাসায় কয়েক বছর থাকার পর তপথিবাগ গ্রামের জায়গা ক্রয় করে পরিবার নিয়ে থাকেন। সেখানেও তিনি তার চাচা তরফিক উল্লার কিছু জায়গা জোর দখল করে নেন। এ নিয়ে মামলা ও হামলার ঘটনা ঘটে। পরে তার ভাই আছাব উদ্দিন এই জায়গা বিক্রি করেও আবার গ্রামে ফিরে এসে তার কাছে থাকার আশ্রয় চান। আয়াছ উদ্দিন তাকে বসত ঘরে থাকার সুযোগ দেন। এখানে থাকা অবস্থায় পার্শ্ববর্তী বাড়ির সুনুকফর উল্লার ভিটা বাড়ী দখলে নেন আছাব উদ্দিন। এ নিয়ে মামলা হামলার ঘটনাও ঘটে। পরে শালিসে সুনুকফরের কাছ থেকে আছাব উদ্দিন এক লক্ষ টাকা আদায় করেন। আয়াছ উদ্দিন অভিযোগ করেন বর্তমানে তার ভাই আছাব উদ্দিন তার ভিটা জোরপূর্বক রেজেষ্ট্রারী করে দিতে চাপ সৃষ্টি করছেন। প্রতিবাদ করায় তার উপর কয়েকবার হামলা করা হয়েছে। এছাড়া তার লাইসেন্সকৃত বন্ধুক দিয়ে ভয়ভীতি দেখানোরও অভিযোগ করেন তিনি।
শালিস বৈঠকও মানছেননা। বর্তমানে আয়াছ উদ্দিন স্ত্রী সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।


     এই বিভাগের আরো খবর