,

চুনারুঘাটে যৌতুকের জন্য গৃহবধুকে মারপিট ॥ স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের জলিলপুর গ্রামের আব্দুল মালিক ওরফে মানিক মিয়ার স্ত্রী গৃহবধু বেগম আক্তার (৪০)কে যৌতুকের জন্য বেদড়ক পিটিয়ে সারা শরীরে রক্তাক্ত জখম করেছে পাষন্ড স্বামী মানিক মিয়া। জানা যায়, গত ০২ অক্টোবর ২০২০ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলার জলিলপুর গ্রামের আব্দুল মালিক ওরফে মানিক মিয়ার নিজ বসতবাড়িতে এ ঘটনাটি ঘটে। আহত বেগম আক্তারের আর্তচিৎকারে বসতবাড়ির লোকজনরা এগিয়ে পাষন্ড স্বামীর কবল থেকে বেগম আক্তারকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বেগম আক্তার গত ০৪ অক্টোবর হবিগঞ্জ আদালতে স্বামী মানিক মিয়ার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে একটি মামলা দায়ের করেন। যার সি.আর মামলা নং- ৩০৯/২০ ইং, ধারা- যৌতুক নিরোধ আইনের ৩ ধারা। মামলার বিবরণে জানা যায় যে, বেগম আক্তারের স্বামী আব্দুল মালিক ওরফে মানিক মিয়া বেগম আক্তারের নিকট যৌতুক বাবদ ২ লক্ষ চাহিলে তিনি যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পাষন্ড স্বামী মানিক মিয়া যৌতুকের টাকার জন্য বেগম আক্তারকে পিটিয়ে আহত করে। গত ২০ বছর পূর্বে ৬০ হাজার টাকা রেজিস্ট্রি কাবিনমূলে আঃ মালিক ওরফে মানিক মিয়ার সাথে বেগম আক্তারের বিবাহ হয়। তাদের একটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। বেগম আক্তার উপজেলার মিরাশী ইউনিয়নের আমতলা গ্রামের আব্দুল গফুরের মেয়ে। বেগম আক্তার বর্তমানে তাহার সন্তানাদি নিয়ে তার পিত্রালয়ে অসহায়ভাবে দিনযাপন করছেন। এ ঘটনায় অসহায় বেগম আক্তার সুবিচার পাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।


     এই বিভাগের আরো খবর