,

হবিগঞ্জে মায়ের কান্নাকাটির কারণে দত্তক দেয়া নবজাতক ফিরিয়ে আনলেন বাবা

জুয়েল চৌধুরী ॥ দারিদ্র্যতার কষাঘাতে জর্জরিত হয়ে মাত্র ৬ হাজার টাকায় নবজাতককে দত্তক দেয় মন্দরী গ্রামের রহিম মিয়া ও আকলিমা বেগম। কিন্তু স্ত্রীর কান্নাকাটির কারণে আবার সেই নবজাতককে ফিরিয়ে এনে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে রাহিম মিয়া। তবে এই নবজাতককে ফেরত আনতে নিতে হয়েছে তাকে পুলিশের সহযোগিতা। যদিও দত্তক নেয়া তেঘরিয়া গ্রামের চরগাও গ্রামের আসকর মিয়া বলছেন, পুলিশ না পাঠালেও তিনি সন্তান ফেরত দিতেন। তিনি জানান, তার স্ত্রী নিঃসন্তান হওয়ায় গতকাল শনিবার সকালে বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামের রাহিমের নিকট থেকে তার সদ্যজাত নবজাতক দত্তক নেন। এ সময় রাহিম তার দারিদ্র্যতার কথা বলে তার স্ত্রীর চিকিৎসাবাবদ ৬ হাজার টাকা নেয়। কিন্তু বিকালে হঠাৎ তার বাড়িতে সদর থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে জানায় দত্তক নেয়া সন্তান ফেরত দিতে হবে। এক পর্যায়ে তিনি ওই নবজাতককে ফিরিয়ে দেন। এ বিষয়ে এসআই নাজমুল হাসান জানান, বাচ্চাটিকে এনে তার পিতা-মাতার জিম্মায় দেয়া হয়েছে। এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


     এই বিভাগের আরো খবর