,

হবিগঞ্জ সদর হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্ত বিক্রির অভিযোগ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্ত বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি গ্রামগঞ্জ থেকে আসা সহজ-সরল রোগীরা বেকাদায় পড়ে হাসপাতালের কিছু নিয়োজিত দালালের কাছ থেকে মোটা অংকের টাকায় এসব রক্ত ক্ষয় করে ব্যবহার করছেন। গত শনিবার বিকেলে বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামের রহিম উদ্দিনের স্ত্রী আকলিমার নবজাতক শিশুর রক্তের প্রয়োজন হলে ওই দরিদ্র নারী ১৫শ টাকার বিনিময়ে ব্লাড ব্যাংকের এক ব্যক্তির কাছ থেকে রক্ত ক্রয় করেন। পরে বিষয়টি জানাজানি হলে টাকা ফেরতও দেন তিনি। এ নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, রক্ত বদল করা যায়, কিন্তু বিক্রি করা যায় না। যদি কেউ এরকম করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু এ আদেশ উপেক্ষা করে দালালরা দেদারছে রক্ত বিক্রি করছে। অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন রোগীর জরুরি প্রয়োজনে ডোনারদের কাছ থেকে বিভিন্ন সময় রক্ত সংগ্রহ করা হয়। এরপর তা সংরণ করা হয় সাধারণ ফ্রিজে। পরে মুর্মুর্ষু কোনও রোগীর কাছে অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে এই রক্ত। ভুক্তভোগীদের অভিযোগ, ব্লাড ব্যাংক থাকার পরও জরুরি প্রয়োজনে রক্ত পাওয়া যায় না সদর হাসপাতালে পাওয়া যায় না। পরে চড়া মূল্যে বিক্রি করে এসব রক্তই রোগীদের শরীরে দেওয়া হচ্ছে। এ নিয়ে ােভ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা। এ বিষয়ে তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিন বলেন, রক্ত বিক্রি সম্পূর্ণ নিষেধ। যদি কেউ এমন করে থাকে তাহলে তার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে এবং আকলিমা ও তার নবজাতক সন্তানকে বিনামূল্যে রক্ত, খাবার ও ওষুধসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি। সিভিল সার্জন বলেন, বিষয়টি শুনেছি। আমি ছুটিতে আছি। ফিরে এসে যাচাই করে ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর