,

নবীগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক এমপিকে আসামী করে মামলা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর নৌকার সমর্থনে পথসভা শেষে ককটেল বিস্ফোরনের ঘটনায় হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়াকে প্রধান আসামী করে গতকাল সোমবার ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অর্ধশতাধিক জনকে আসামী করে নবীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ককটেল বিস্ফোরনের ঘটনায় রোববার দিবাগত রাতে পৌর এলাকার জয়নগর গ্রামের আব্দুল মতলিব চৌধুরীর ছেলে মকবুল হোসেন চৌধুরী (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে গতকাল দুপুরে কোর্টে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। গত রবিবার রাত ৯টায় আওয়ামী লীগ প্রার্থীর নিজ বাসায় সংবাদ সম্মেলন করে বিএনপি নেতাকর্মীদের উপর বিষ্ফোরনের ঘটনার দোষ চাপানো হয়। এরপর রাত সাড়ে ১০টায় বিএনপি প্রার্থী সংবাদ সম্মেলন করে বিস্ফোরনের ঘটনাকে আওয়ামীলীগের সাজানো নাটক বলে আখ্যায়িত করেন। পুলিশ ও বিভিন্ন সুত্রে জানা যায়, আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর নৌকার সমর্থনে গত রবিবার (১০/০১/২০২১ইং) বিকেলে শহরের নতুন বাজার এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলালীগের সাধারন সম্পাদক সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল। এতে প্রায় সহশ্রাধিক লোকের সমাগম ঘটে। বক্তব্য শেষে প্রধান অতিথি সন্ধ্যায় সভা স্থল ত্যাগ করার পরপরই নতুন বাজার গোল চত্বর মোড়ে বিকট আওয়াজে দুটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে সাধারন মানুষ আতংকে দিকবিদিক ছুটাছুটি করেন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এতে ঘটনাস্থলে শতশত জনতা দিকবিদিক ছুটাছুটি করে। শহরে সাধারন মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বিস্ফোরনে ৩ জন পথচারী আহত হয়। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। আহতরা হলেন, পৌর এলাকার সালামতপুর গ্রামের ছমির মিয়ার ছেলে নজির মিয়া (৩৬), ভানুদেভ গ্রামের ফিরোজ মিয়ার ছেলে শিপন আহমদ (২২), প্রজাতপুর গ্রামের হুসেইন মিয়ার ছেলে তারেক আহমদ (২৪)। এ ঘটনায় রাতেই নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার বাদী হয়ে সাবেক এমপি শেখ সুজাত মিয়াকে প্রধান আসামী করে আরো ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলার বিষয়ে সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া যোগাযোগ করা হলে এ মামলা ভিত্তিহীন দাবী করে তিনি বলেন, ‘কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে আমরা জানি না।’ এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। অপর আসামীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সুষ্ট নির্বাচন সম্পনের জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনে কোন অপশক্তি প্রভাবিত করতে পারবেনা।’


     এই বিভাগের আরো খবর