,

মাধবপুরে মাদ্রাসার সামনে পোল্ট্রি খামার নির্মাণ বন্ধে মানববন্ধন

সংবাদদাতা ॥ মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের একটি আলিয়া মাদ্রাসার সামনে কৃষি জমিতে পোল্ট্রি খামার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকালে কমলপুর হযরত শাহজালাল (র:) আলিম মাদ্রাসার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। মানববন্ধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ আনিসুর রহমান আদিলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হযরত মওলানা সৈয়দ আবুবক্কর ছিদ্দিক, শিক্ষক জহিরুল ইসলাম, মুফতি শাহ আলম, নূর মোহাম্মদ আল কাদরি, শিক্ষক লুৎফর রহমান, আব্দুল আওয়াল প্রমুখ। বক্তারা বলেন, কমলপুর গ্রামের ভিতরে কৃষকদের কাছ থেকে ঘাস চাষের কথা বলে জমি ইজারা নিয়ে ইজারা শর্ত ভঙ্গ করে গ্রামের ভিতর ঘন বসতি এলাকায় বিশাল এলাকা জুড়ে পোল্ট্রি খামারের ঘর নির্মাণে উদ্যোগ নেয় কোয়ালিটি ফিট নামে একটি প্রতিষ্ঠান। কিন্তু মাদ্রাসার খুবই নিকটে বিশাল এলাকা জুড়ে পোল্ট্রি মোরগের খামার নির্মাণ করা হলে খামারের দূষিত বর্জ্যে কৃষি জমি নষ্ট হওয়ার পাশাপাশি এলাকায় সংক্রমণ রোগ ব্যাধি বেড়ে জনস্বাস্থ্য হুমকির মধ্যে পড়বে। এর পাশাপাশি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া বাধাগ্রস্ত ও স্বাস্থ্য হানি ঘটবে। তারা বলেন পরিবেশ দপ্তরের অনুমতি না নিয়ে কৃষি জমিতে পোল্ট্রি খামার করা হলে কৃষি উৎপাদন কমে যাবে। খামার নির্মাণ বন্ধ চেয়ে আদালত ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে ভোক্তভোগীরা অনেক আবেদন করেছে। কিন্তু তাদের নির্দেশ অমান্য করে মাটি খননের বড় যন্ত্র দিয়ে কৃষি জমি খনন করে কাজ জোরপূর্বক অব্যাহত রেখেছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলে, পোল্ট্রি খামার নির্মাণ নিয়ে অনেকদিন ধরে জামেলা চলছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানা হয়েছে অচিরেই দুপক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসা করা হবে। কোয়ালিটি ফিডের দায়িত্বে থাকা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, কৃষকদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে পোল্ট্রি খামার নির্মাণ হচ্ছে আদালতের নিষেধ থাকলে তা আমরা মেনে চলব। আর সববিধি বিধান নীতি মালা মেনেই আমরা কাছ করে যাচ্ছি।


     এই বিভাগের আরো খবর