,

কবি কুতুব আফতাব আর নেই

তৌহিদ চৌধুরী ॥ নবীগঞ্জ উপজেলার খনকারীপাড়া গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার, বিশিষ্ট কবি, সাহিত্যিক, এনটিভি মায়ার সিলেট এর উপস্থাপক, সাবেক ছাত্রনেতা সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব কুতুব আফতাব আর আমাদের মাঝে নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত মঙ্গলবার বাংবাদেশ সময় ভোর ৫ টায় হৃদরোগ আক্রান্ত হয়ে যুক্তরাজ্যস্থ উনার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুর খবরে তার নিজ জন্মস্থান খনকারীপাড়া গ্রামের আকাশ বাতাস বাড়ী হয়ে উঠে, পরিবারকে শান্তনা জানাতে মহুর্তের মধ্যেই মরহুমের বাড়িতে ছুটে আসতে থাকে এলাকার শত শত মানুষ। মৃত্যুকালে তিনি, স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, বিভিন্ন শেণ্রী পেশার মানুষ মরহুম আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার বর্গের বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তার লেখা কাব্যগ্রন্হ মধে, লাগাইলে লাগাও কিনারা, উড়তে দেইনা কষ্টের দুলাবালি, একজন রহিম বখস লন্ডনি, ভাবনার জলযাত্রা, খোঁজি তোমার স্পর্শ, ছোঁয়ে দাও যদি, দহন কালের বৃষ্টি, চন্দ্রবতি রাতের কাব্য, আমি যদি যাই মরিয়া ইত্যাদি উল্লেখযোগ্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।


     এই বিভাগের আরো খবর