,

সদর হাসপাতালে অক্সিজেন সংকট, ২ অক্সিজেনে চলে প্রায় ২৫ শিশুর সেবা

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর হাসপাতাল নামে, কাজের বেলায় কিছুই নেই। নেই কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি। নেই কোনো ওষুধ সরবরাহ। গুরুত্বপূর্ণ শিশু ওয়ার্ডে অক্সিজেনের অভাবে প্রতিদিন কোন কোন নবজাতক মারা যাচ্ছে। যে কয়টি অক্সিজেন আছে তাও আবার বিকল। অন্য ওয়ার্ড থেকে অক্সিজেন এনে শিশু ওয়ার্ডে সরবরাহ করা হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু ওয়ার্ডসহ প্রতিটি ওয়ার্ডে নূন্যতম ৫টি করে অক্সিজেন সিলিন্ডার থাকার কথা। কিন্তু অন্য ওয়ার্ডতো দুরের কথা শিশু ওয়ার্ডেই ৫টি অক্সিজেন নেই। আছে দুইটি। এ দুইটি দিয়ে প্রতিদিন প্রায় ২৫ জন শিশুর সেবা চলে। বেশিরভাগ শিশুরা ঠান্ডা, শ^াস কষ্ট এবং হার্ট দুর্বলসহ হাসপাতালে ভর্তি হয়। কিন্তু অক্সিজেনের অভাবে ইতোমধ্যে বেশ কয়েকজন শিশু মারা গেছে বলে জানা গেছে। এ বিষয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অক্সিজেন সংকট সত্য। তবুও যতটুকু পারা যায় সেবা দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বলা হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী দিতে। অচিরেই আশা করি এগুলো পাওয়া যাবে।


     এই বিভাগের আরো খবর