,

করোনায় আরও ২৩ মৃত্যু ॥ সাড়ে ৮ মাসের মধ্যে শনাক্ত সবচেয়ে কম

সময় ডেস্ক ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে গত সাড়ে ৮ মাসের মধ্যে নতুন করে রোগী শনাক্ত হয়েছে সবচেয়ে কম। গত ২৪ ঘন্টার হিসেবে গতকাল রবিবার এতথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর বলছে, ২৪ ঘন্টয় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২৩ জনের। সবমিলিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯০৬ জনে। গত বছরের ২ মে সর্বশেষ ৫৫২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়; আর গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৫৬৯ জন। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৬৩২ জন। গত এক দিনে যারা মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ আর সাতজন নারী। তাদের মধ্যে ১৬ জনের বয়স ৬০ বছরের বেশি, ৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ২৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘন্টায় সারা দেশে সর্বমোট ১৯৯টি ল্যাবে ১৩ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ৫৭ হাজার ৪৫৩টি নমুনা।


     এই বিভাগের আরো খবর