,

নবীগঞ্জে বড় ধরণের সংঘর্ষ থেকে রক্ষা পেল এলাকাবাসী

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নে রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা পেল এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের কামড়াখাই ও রামপুর গ্রামে সরকারি খাস জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এমন ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান ও ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি’র এএসআই লোকেশ দাশ সহ একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। জানা যায়, সরকারি খাস জমি সরকার কাছ থেকে বন্দোবস্ত করার জন্য দুগ্রুপের লোকজনই নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের বরাবর আবেদন করেন। আবেদনের কিছুদিন পরই রামপুরের লোকজন সে জমিতে ঘর নির্মাণ করতে আসলে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। রামপুর গ্রামের লোকদের দাবি হল সরকার তাদেরকে জমিটি দিয়ে দিয়েছে এবং এসিল্যান্ড নিজে গিয়ে জমিটি দিয়েছেন। তাই তারা ঘর নির্মাণ করতে এসেছেন। আবার কামড়া খাইড় গ্রামের মানুষ বলছে, সরকার তাদেরকে জমিটি দিয়েছে তাই তারা বাধা দিচ্ছেন। আসলে এ জমিটির প্রকৃতপক্ষে কে পেয়েছে প্রশ্ন এখন জনমনে। এদিকে ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন ছুবা মিয়া ও বর্তমান প্যানেল চেয়ারম্যান খালেদ মোশাররফ জানান, এটি একটি সরকারি লেক। সরকারি ভাবে এটি বন্দোবস্তোর ব্যবস্থা করা হবে তারই ধারাবাহিকতায় দুই গ্রামের লোকজনই আবেদন করে কিন্তু এখন পর্যন্ত কোন অর্ডার এসেছে বলে আমার জানা নেই। যদি কোন পক্ষকে সরকার এই জমিটি ভোগের জন্য দিয়ে থাকে তাহলে অন্যপক্ষ কোন প্রকার হস্তক্ষেপ করতে পারেন না। এদিকে নবীগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন ছুবা এবং বর্তমান প্যানেল চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা খালেদ মোশাররফ’র সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। পরে দুই গ্রামের লোকদের সাথে কথা বলে বিষয়টি নিষ্পত্তির স্বার্থে বুধবার সাবেক চেয়ারম্যান ছুবা ও বর্তমান প্যানেল চেয়ারম্যান খালেদ মোশাররফ সহ দুই পক্ষের পাঁচজন, পাঁচজন করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র অফিসে বসা হবে। তিনি আরো জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের সাথে তিনি যোগাযোগ করলে তিনি জানতে পারেন, এই জমিটি এখনও কাউকে বুঝিয়ে দেওয়া হয়নি। তবে খুব শিগগিরই এর একটি ব্যবস্থা করবেন তিনি।


     এই বিভাগের আরো খবর