,

ব্রাজিলকে কাঁদিয়ে সেমিতে প্যারাগুয়ে

সময় ডেস্ক ॥ কোপা আমেরিকার শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে ব্রাজিল-প্যারাগুয়ে। বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হয়েছিল। সরাসরি সম্প্রচার করছে চ্যানেল ২৪, সনি কিক্স ও সনি সিক্স এইচডি। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতা থাকায় টাইব্রেকারে গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় ব্রাজিলকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে প্যারাগুয়ে। শনিবার দিবাগত রাতে ম্যাচে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি ব্রাজিল। ম্যাচের ১৪ মিনিটে দানি আলভেসের বাড়িয়ে দেওয়া বল পেয়ে যান রোবিনহো। দেখেশুনে দারুণভাবে বল জালে জড়ান তিনি (১-০)। ব্রাজিলের জার্সি গায়ে এটা রোবিনহোর ২২তম গোল। আজ তিনি ৯৯তম ম্যাচ খেলতে মাঠে নেমেছেন। এরপর উভয় দল বেশ কিছু আক্রমণ শানালেও গোলের দেখা পায়নি কেউ। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই টানেলে যায় সেলেকাওরা। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে ডি বক্সের মধ্যে হ্যান্ডবল করেন থিয়াগো সিলভা। সঙ্গে সঙ্গে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আর পেনাল্টি থেকে গোল আদায় করে নেন দারলিস গঞ্জালেস (১-১)। রবিবারের ম্যাচে যারা জয় পাবে তারা সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে। ব্রাজিল দল: জেফারসন, আলভেজ, মিরান্ডা, থিয়াগো সিলভা, ফিলিপ লুইস, ফার্নানদিনহো, ইলিয়াস, উইলিয়ান, কৌতিনহো, রোবিনহো ও ফিরমিনহো। প্যারাগুয়ে দল: ভিলার, পাইরিস, এগুইলার, ডা সিলভা, ভালদেস, বেনিতেজ, সিসিরেস, আরান্দা, গঞ্জালেস, সাস্তা ক্রুজ ও ভালদেস


     এই বিভাগের আরো খবর