,

শায়েস্থাগঞ্জে পাহাড়ী ঢলে বন্যার সৃষ্টি ॥ স্কুলে পানি থাকায় ছাত্র-ছাত্রীদের ক্লাস বন্ধ

স্টাফরিপোর্টার ॥ শায়েস্থাগঞ্জ টানা কয়েক দিনের বর্ষণে বন্যা সৃষ্টি হয়েছে। হবিগঞ্জ ও এর আশ পাশের নিন্মাঞ্চল ও ভাটি এলাকার হাওর বিলের সদ্য রোপনকৃত আমন ধান পানির নিছে তলিয়ে গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে তলিয়ে গেছে হাটবাজার, রাস্তাঘাট ও বেশ কয়েকটি প্রাইমারী স্কুল। হবিগঞ্জের সদর উপজেলার শায়েস্তাগঞ্জ এর পার্শ্ববর্তী লালচাঁন চা বাগান, লঘুনন্দন চা বাগান, লাদিয়া চা বাগান, পুুরাসুন্দা চা বাগান, শাল টিলা পাহাড়, চনটিলা, ফতেহপুর পাহার পাহাড়ের ঢলের পানিতে বন্যা সৃষ্টি হয়। এতে হাজার হাজার হেক্টর ধানের জমি পানির নিছে তলিয়ে গেছে। স্থানীয় কৃষকরা হতাশায় ভুগছেন। মোঃ রহিম মিয়া সহ কয়েকজন কৃষক জানান, হবিগঞ্জ উপজেলার শায়েস্থাগঞ্জের দক্ষিণ এলাকাতে পাহাড়ী ঢলের সৃষ্ট বন্যাতে কাজির গাঁও, নিশাপট, মড়রা, লাদিয়া, ঢাকিজাঙ্গাল, আলাপুর, দুবাইরা, কদমতলীসহ প্রায় ২০ গ্রামের ধানের জমি প্রায় এক সপ্তাহ ধরে পানির নিছে। রোপনকৃত আমন ধানের সমস্থ চারা গাছ পচে গেছে বলে তিনি জানান। এছাড়া কাচাঁ রাস্থা, স্থানীয় হাটবাজারের জনপথ ও শহরের কিছু কিছু স্থান বন্যার পানিতে তলিয়ে গেছে। গ্রাম্য বেশ কয়েকটি প্রাইমারী স্কুলের মাঠে বন্যার পানি থাকায় ছাত্র-ছাত্রীদের ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর