,

দেশ উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে ইন্টারনেট-এমপি মিলাদ

সংবাদদাতা ॥ বাহুবল-নবীগঞ্জ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ বলেছেন, ‘দেশ উন্নয়নের অগ্রযাত্রায় ইন্টারনেট ব্যাপক ভূমিকা রাখছে। ইন্টারনেটের মাধ্যমে সাধারণ মানুষ সহজে অনেক কিছু জানতে পারে। যে কোন কঠিন বিষয়ে ঘরে বসে সমাধানের মাধ্যম হল ইন্টারনেট। ‘সততার সাথে ব্যবসা করলে খুব সহজেই সফল হওয়া যায়। সফলতায় সহযোগিতা করবে স্বাধীন ওয়াইফাই। আশা করা যায়, স্বাধীন ওয়াইফাই-এর মাধ্যমে হবিগঞ্জবাসী অনেক উপকৃত হবেন’। শুক্রবার বিকেলে বাহুবল উপজেলার নন্দনপুর বাজারে বৃহত্তর সিলেট বিভাগে প্রথম স্বাধীন ওয়াইফাই প্লেক্সাস কাউড-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লামাতাসি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ লুৎফুর রহমান ফুল মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, স্বাধীন ওয়াই ফাই প্লেক্সাস কাউড-এর সিইও মোবারক হোসেন, জেলা তাতীলীগের সভাপতি মোঃ মুদ্দত আলী, স্বাধীন ওয়াইফাই এর জেনারেল ম্যানেজার মোঃ আনোয়ার হোসাইন, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল্লা সর্দার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক চেয়ারম্যান ডাঃ মোঃ আবুল হোসেন, লামাতাসি ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, বাহুবল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অলিউর রহমান অলি, বাহুবল মডেল প্রেসকাবের সভাপতি নুরুল ইসলাম নুর, উপজেলা যুবলীগ সদস্য হুমায়ূন রশিদ জাবেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মেম্বার ও চেয়ারম্যান প্রার্থী সাইফুর রহমান জুয়েল, আওয়ামীলীগ নেতা মাহমুদ মিয়া, নুরুল ইসলাম মেম্বার, শহিদুল মেম্বার ও শায়েস্তাগঞ্জ ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি শাহ জাহানুর মিয়া। স্বাধীন ওয়াই ফাই-এর জেলা প্রতিনিধি সৈয়দ আলমীগর হোসেন-এর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আবুল হোসেন, বিশিষ্ট মুরুব্বী আব্দাল চৌধুরী, মেম্বার আলকাছ মিয়া, যুবলীগ সভাপতি তাহির মিয়া, ছাত্রলীগ নেতা সুজন আখঞ্জি, মনসুর আহমেদ, মন্নান মিয়া, সাইফুল ইসলাম লিটন, রেদোয়ান, আল আমিন ও ইকবাল আহমেদ, প্রমূখ।


     এই বিভাগের আরো খবর