,

বাহুবলে কৃষি ও সফলী জমি থেকে মাটি উত্তোলন! ২টি ট্রাক্টর আটক

সংবাদদাতা ॥ বাহুবলে কৃষি ও সফলী জমি থেকে অবাধে চলছে অবৈধভাবে মাটি উত্তোলন। যার ফলে ঢাকা সিলেট মহাসড়কের একাধিক স্থান ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। অবৈধভাবে মহাসড়ক ভেঙে মাটি উত্তোলন ও পাচারের অভিযোগে দুটি ট্রাষ্টর আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ। জানা যায়, বাহুবল উপজেলা সদর, উত্তর ও দক্ষিণ অঞ্চলের ঢাকা সিলেট মহাসড়কের একাধিক স্থান ভেঙে অবৈধভাবে মাটি উত্তোলন ও পাচার করে আসছে বালু ও মাটি ব্যবসায়ী
চক্র। যার পলে মহাসড়কে ঘটছে একের পর এক মারাত্মক সড়ক দুর্ঘটনা, এতে কেউ হচ্ছেন পুঙ্গ অনেকেরই হচ্ছে মৃত্যু। অবৈধ মাটি উত্তোলনকারীরা মাটি উত্তোলন করে বিনষ্ট করে দিচ্ছে এলাকার ফসলি জমি, নষ্ট করে দিচ্ছে সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সড়ক। এসব অনিয়ম ও দুর্নীতির খবর পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, অবৈধভাবে ট্রাষ্টর যুগে মাটি পাচার ও উত্তোলনের কারণে মহাসড়কের একাধিক স্থান ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে মহাসড়কে মারাত্মক দুর্ঘটনার আশংকা করছেন সচেতন মহল। এঘটনায় সড়ক ও জনপদের অভিযোগের ভিত্তিতে দুটি ট্রাষ্টর আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ। এব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বশীল রমজান আলীর সাথে কথা হলে তিনি বলেন, অবৈধভাবে ট্রাষ্টর যুগে মাটি পাচার করে মহাসড়কের বিভিন্ন স্থান ভেঙে দিয়েছে ব্যবসায়ীরা, আমরা বিভিন্ন জায়গা মেরামত করেছি, শীগ্রই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর