,

নবীগঞ্জ পৌর নির্বাচনে ভোট পুনঃ গনণার রীট পিটিশন খারিজ করলো হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী কর্তৃক মহামান্য হাইকোর্টে মাননীয় বিচারপতি জে.বি.এম.হাসান ও মোহাম্মদ খাইরুল আলম-এর আদালতে নবীগঞ্জ পৌরসভার ১, ৩, ৭, ৮নং ওয়ার্ড ও ৯নং ওয়ার্ডের জয়নগর কেন্দ্রের ভোট পুনঃ গনণার জন্য রিট আবেদন করেন। মাননীয় বিচারপতিগণ গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দীর্ঘ শুনানি শেষে রিট আবেদনটি খারিজ করে দেন। এর ফলে ভোট পুনঃ গনণার দাবী গ্রহন যোগ্য হলো না। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারী শনিবার নবীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকার প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। এ নির্বাচন নিয়ে গত ৩ জানুয়ারী বুধবার ১, ৩, ৭, ৮ এবং ১০নং ভোট কেন্দ্র সমুহের ভোট পুনঃ গনণার দাবী জানিয়ে সুপ্রিম কোর্ট এর হাইকোর্ট ডিভিশনে রীট পিটিশন নং ১৫৩০/২০২১ দায়ের করেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী। আবেদনে তিনি হবিগঞ্জ জেলার নির্বাচন অফিসার ও নবীগঞ্জ পৌরসভার রিটানিং অফিসারকে ভোট পুণঃ গণনা এবং আবেদন নিস্পত্তির পুর্বে মেয়রকে নির্বাচিত ঘোষনা ও শপথ গ্রহনের পত্র না দেওয়ার জন্য দাবী করেন।
আগামী ৬ ফেব্রুয়ারী শপথ গ্রহনের জন্য বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী বর্তমান মেয়র ছাবির আহমদ চৌধুরীকে পত্র প্রেরণ করে স্থানীয় সরকার মন্ত্রনালয়।


     এই বিভাগের আরো খবর