,

করোনা ভাইরাসের টিকা!হবিগঞ্জে ৬ হাজার ২২জনসহ সিলেটে নিবন্ধন করেছেন ১৮ হাজার

সংবাদদাতা ॥ করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা গ্রহণের জন্য সিলেট জেলায় এ পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ১৮ হাজার ৮৯ জন। রোববার থেকে তাদের টিকা প্রদান শুরু হবে। এদিকে, টিকা নিতে শনিবার দুপুর পর্যন্ত সিলেট ৩৬ হাজার ৫১২ জন অনলাইনে নিবন্ধন করেছেন। এর মধ্যে সিলেট জেলার ১৮ হাজার ৮৯ জন, সুনামগঞ্জের ৮ হাজার,
হবিগঞ্জের ৬ হাজার ২২ ও মৌলভীবাজারের ৪ হাজার ৪০১ জন। এসব তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা.. আনিসুর রহমান বলেন, টিকা প্রদান সুষ্ঠুভাবে শুরু করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট বিভাগের সকল জেলায় টিকাদান কর্মসূচি সফল করতে এরই মধ্যে প্রশিক্ষণসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সকল জেলা প্রশাসন। আগে গত ৩১ জানুয়ারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ২ লাখ ২৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন সিলেটে এসে পৌঁছায়।


     এই বিভাগের আরো খবর