,

চতুর্থ দিন টিকা নিলেন দেড় লাখেরও বেশি

সময় ডেস্ক ॥ করোনাভাইরাসের গণটিকাদান শুরুর চতুর্থ দিন বুধবার ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন টিকা নিয়েছেন। এ নিয়ে টিকা শুরুর পর চার দিনে সারা দেশে ৩ লাখ ৩৭ হাজার ৭৬৯ জন টিকা নিয়েছে। গত রোববার থেকে সারা দেশে টিকাদান শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৮টা বেলা আড়াইটা পর্যন্ত চলে টিকাদান। ঢাকাসহ সারা দেশে ১০১৫টি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। সারা দেশে মঙ্গলবার টিকা নিয়েছেন ১ লাখ ১ হাজার ৮২ জন। রবি ও সোমবার দুদিনে টিকা নেন ৭৭ হাজার ৬৬৯ জন মানুষ। বুধবার ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ১৯ হাজার ১১৫ জন করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় কর্মরত বিদেশি বিভিন্ন দেশের কূটনীতিকরাও রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৪০ হাজার ৯০৭ জন টিকা নিয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৭ হাজার ৪৫৮ জন, রাজশাহী বিভাগে ১৭ হাজার ৯৭১ জন, রংপুর বিভাগে ১৪ হাজার ২২৪ জন, খুলনা বিভাগে ১৭ হাজার ১১৫ জন, বরিশাল বিভাগে ৬১৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫৪৯ জন এবং সিলেট বিভাগে ১৭ হাজার ৮০ জন টিকা নিয়েছেন


     এই বিভাগের আরো খবর