,

দেশের বাইরে থেকেও জনসেবায় নিয়োজিত মোহাম্মদ দিলু তালুকদার

সংবাদদাতা ॥ জনসেবার ইচ্ছা থাকলে দূরত্ব কোন বাঁধা হতে পারেনা তা প্রমাণ করেছেন নবীগঞ্জের মোহাম্মদ দিলু তালুকদার। থাকেন দেশের বাইরে (ফ্রান্সে) কিন্তু তার হৃদয়টা যেন সারাক্ষন দেশের সাথে ঝুলানো থাকে। খোঁজ নিয়ে জানা যায়, দুস্থ-অসহায়দের সহযোগীতা, অসুস্থ রোগীদের সহযোগীতা, ত্রান বিতরণ, শীতবস্ত্র বিতরণ, মসজিদ-মাদ্রাসায় আর্থিক সহযোগীতা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ, টাকার অভাবে যারা বিয়ে দিতে পারেনা এমন বেশ কয়েকজনকে সম্পূর্ণ নিজ অর্থায়নে বিয়ে দেওয়ার ব্যবস্থা, টিউবওয়েল স্থাপন, সেলাই মেশিন বিতরণ, যুবসমাজকে সু-শৃংখল করে তুলতে নিজ অর্থায়নে বিভিন্ন খেলাধুলার আয়োজন, খেলাধুলার সামগ্রী বিতরণ থেকে শুরু করে সব ধরণের সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড করে যাচ্ছেন মোহাম্মদ দিলু তালুকদার। উল্লেখ্য, প্রায় ৮ লক্ষাধিক টাকা খরচ করে একজনকে সৌদি আরব পাঠিয়েছেন এবং যারা কিছু টাকার জন্য বিদেশ যেতে পারছেন না এমন কয়েকজনকেও সহযোগীতা করে বিদেশ পাঠিয়েছেন। তার পিতা আব্দুল হক তালুকদারের নামে ”আব্দুল হক তালুকদার ফাউন্ডেশন” গড়ে তুলেছেন এবং সেই ফাউন্ডেশন থেকেই সবধরণের সামাজিক কর্মকান্ড করে যাচ্ছেন তিনি। কর্তৃপক্ষের অনুমতি পেলে নবীগঞ্জ শহরের ”গাজীর টেক” নামে পরিচিত গোলচত্বরে আল্লাহ তায়ালার ৯৯টি গুনবাচক নাম দিয়ে একটি মিনার বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এ প্রতিবেদকের সাথে তার এসব কর্মকান্ডের ব্যাপারে কথা হলে তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা আমাকে যা দিয়েছেন তা শুধু আমি উপভোগ করার জন্য নয়, এসবের উপর গরীব-অসহায়দের হক রয়েছে আমি তাদের হক আদায় করছি মাত্র। একজন মুসলমান হিসেবে অবশ্যই ধর্মীয় কাজে অংশগ্রহণ করা উচিৎ, সেই হিসেবেই মাদ্রাসা-মসজিদে সহযোগীতা করে যাচ্ছি। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য তাদেরকে বৃত্তি প্রদান করছি এবং যুবকদের মানসিক ও শারীরীক বিকাশ সাধনের লক্ষেই খেলাধুলার আয়োজন করছি। সমাজের বিত্তবানরা যদি নিজ অবস্থান থেকে গরীব-অসহায়দের সহযোগীতা এবং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করেন তাহলে সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব বলে তিনি মনে করেন। জনসেবা করছেন, জনপ্রতিনিধি হওয়ার কোন ইচ্ছা আছে কি না? প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও বিদেশে আছি দেশে এসে সবার সাথে কথা বলে যদি দেখি জনগণ আমাকে জনপ্রতিনিধি হিসেবে চায় তাহলে নির্বাচন করবো। তবে জনপ্রতিনিধি হওয়াটা মূখ্য উদ্দেশ্য নয় জনসেবা করাটাই মূখ্য উদ্দেশ্য।


     এই বিভাগের আরো খবর