,

প্রযুক্তি আদান-প্রদানে চীনকে সহায়তা করবে না যুক্তরাষ্ট্র

সময় ডেস্ক ॥ আমেরিকা ফের চীনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করলো। চীনা প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎকারের আগেই দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হলো। আমেরিকা জানিয়ে দিলো- প্রযুক্তি আদান-প্রদানে তারা চীনকে সহায়তা করবে না। ট্রাম্পের সময় যেভাবে চীনা প্রশাসনের সঙ্গে আমেরিকার সম্পর্ক ছিল সেই ধারাকে অব্যাহত রেখে
চলতে চায় আমেরিকা। রয়টার্স সূত্রে খবর, দুই দেশের প্রধান হয়তো শিগগিরই একে অপরের সঙ্গে বসতে চলেছেন। তার আগে আমেরিকার এই কড়া মনোভাব চীনকে ফের নতুন করে ভাবিয়ে তুলবে। হোয়াইট হাউস সূত্রে খবর, ট্রাম্পের কিছু নীতিকে অবশ্যই বাইডেন শুধরাতে চান। তবে তিনি চীনের সঙ্গে আমেরিকার সম্পর্কে ধীরে-চলো নীতি গ্রহণের পক্ষপাতী।চীনের সেনাবাহিনীকে তারা অতি আধুনিক টেকনোলজি সরবরাহ করতে চান। তবে এখনই এবিষয়ে তাড়াহুড়ো করতে চান না তারা। মার্কিন দেশের সঙ্গে চীনের সম্পর্ক উন্নতিতে বেশ কয়েকটি চুক্তি আগে স্বাক্ষরিত হয়েছে। তবে সেগুলো নিয়ে ফের নতুন করে চিন্তাভাবনা করতে চান তারা। বাইডেন প্রশাসন সূত্রে খবর, তারা রিপাবলিকানদের উদ্বুদ্ধ করতে চান। তাই তারা চীনের সঙ্গে তাদের বেশ কয়েকটি আধুনিক প্রযুক্তিতে কাজ করবে না। সেখানে রয়েছে সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি এবং উন্নত প্রযুক্তির ব্যবহার। এগুলি মার্কিন অর্থনীতির অন্যতম ধারক এবং বাহক। তাই এগুলোকে তারা নিজেদের আয়ত্বে রাখতে চান। হোয়াইট হাউস সূত্রে বলা হয়েছে, বাইডেনের সঙ্গে জিংপিংয়ের ফোনে কথা হয়েছে। সেখানে তারা একে অপরের প্রতি সৌহার্দ্য বিনিময় করেছে। তবে তা দিয়ে দুই দেশের মধ্যে কতটা চিড়ে ভিজবে তা নিয়ে সন্দেহ থাকছেই।


     এই বিভাগের আরো খবর