,

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ৭ই মার্চ উপলক্ষে নবীগঞ্জে প্রস্তুতিমূলক সভা

এমএ মুহিত ॥ ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম চৌধুরী, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দেব, হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলম, প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ দুলাল চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাফিফুর রহমান মিলন, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ্ ফয়ছল তালুকদার প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্তিুত ছিলেন, পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল কাইয়ুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাদেক হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাকারিয়া, তথ্য সেবা কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর ইকবাল চৌধুরী, বন কর্মকর্তা খাইরুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা জাকির আহমদ শাফি, পল্লী বিদ্যুত কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রজিব কর্মকর্তা সাকিল আহমদ, নবীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক অসীম কুমার রায়, নহরপুর শাহজালাল দাখিল মাদ্রাসায় প্রধান শিক ক্বারী মোঃ আব্দুস সালাম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবার আহমদ বেলাল, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদের আহবায়ক এন সাকিব চৌধুরী। সভায় ইউএনও শেখ মহি উদ্দিন সভাপতির বক্তব্যে বলেন ২১ শে ফেব্রুয়ারী আর্ন্তজার্তিক মাতৃভাষা দিবসে যাতে করে সবাই জাতীয় পতাকা সঠিকভাবে টানান সেই বিষয়টি উপজেলা সহকারি কমিশনার (ভুমি)কে দায়িত্ব দেওয়া হয়। যাতে করে ওই দিন জাতীয় পতাকা অর্ধান্নিত থাকে এবং যারা ওই বিষয়টি মানবে না তাদের বিরুদ্ধে প্রয়োজনে সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে একটি মোবাইল টিম পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর