,

কাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ ফলাফল ঘোষণা

ফরিদ আহমদ শিকদার ॥ দিনব্যাপি ভোটারদের উৎসাহ আর উদ্দিপনায় হয়ে গেল নবীগঞ্জের ঐতিহ্যবাহী কাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিকী নির্বাচন ২০২১। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। ৪টি পদের জন্য ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। মোট ৩৫৩ ভোটের মধ্যে ৩৪৯ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। নির্বাচন কমিশন তফশীল ঘোষণা অনুযায়ী মনোনয়ন পত্র যাচাই বাচাই ও প্রত্যাহারের শেষে প্রতীক বরাদ্দ ও প্রার্থীর চূর্ড়ান্ত তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশন। সভাপতি পদে মাসুম স্টোরের স্বত্ত্বাধিকারী মোঃ আলমাছ মিয়া (হরিন) ২০০ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধি ক্যামব্রিজ টেইলার্স এর স্বত্ত্বাধিকারী মাষ্টার রায়হান আহমদ অনু মিয়া (চেয়ার) ১৫০ জন ভোট। সাধারণ সম্পাদক পদে বিসমিল্লাহ ট্রেডার্স এর মালিক শাহাব উদ্দিন (ফুটবল) ১৭৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধি ভাই ভাই এন্টার প্রাইজ এর স্বত্ত্বাধিকারী জাকির হোসেন (মাছ) ১৭২ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক, কাশেম স্টোরের মালিক আবুল কাশেম মিয়া (চাকা) ২৬১ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধি ফারহানাজ ফেন্সি স্টোরের মালিক ইয়াকুব আলী (হাঁস) ৮৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ভাই ভাই ইলেকট্রনিকের মালিক নজির মিয়া (কলস) ১৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি রেহান ইঞ্জিনিয়ারিং ওর্য়াকসপ এর স্বত্ত্বাধিকারী রেহান উদ্দিন (মই) ১১০ ভোট। মা সবজি ভান্ডরের মালিক মোশাহিদ আহমদ (দোয়াত কলম) ১০২ ভোট। সহ-সভাপতি পদে আব্দুল আজিম ও অর্থ সম্পাদক পদে আহমদ রেজা উক্ত পদে প্রতিদ্বন্ধি কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।


     এই বিভাগের আরো খবর