,

বাংলাদেশ শ্রম আপীল ট্রাইবুনালের চেয়ারম্যানের মৃত্যুতে শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের শোক

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শ্রম আপীল ট্রাইবুনাল এর চেয়ারম্যান, সিলেট বিভাগের কৃতি সন্তান, হবিগঞ্জ জেলার গর্ব বিচারপতি মোঃ আব্দুল হাই সাহেবের মৃত্যুতে শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশে শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের অনলাইন প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মনজুরুল হক, সহ-সভাপতি মোঃ হাছান আলী, মোঃ সাদত চকদার, মোঃ জালাল আহমেদ, মোঃ মোজাম্মিল হক, সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, যুগ্ম সম্পাদক মোঃ রিপন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার সেলিম, মোঃ সাহাব উদ্দিন, মোঃ আব্দুল মোতালিব প্রমুখ। মরহুমের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা আত্মার মাগফেরাত কামনা করেছে এবং আল্লাহ যেন উনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমিন। জানা যায়, গতকাল শনিবার সকাল সাড়ে ৮ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না ………. রাজিউন। গত ২০১৯ সালের ২৫ জুলাই মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এর আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রাণলয়ের উপ-সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিচারপতি মো. আব্দুল হাইকে পুনঃরায় দুই বছর মেয়াদ চুক্তি ভিত্তিক শ্রম আপীল ট্রাইব্যুনাল আরে চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের আইতন গ্রামের জজবাড়ীতে জন্ম গ্রহন করেন। বিচারপতি মো. আব্দুল হাই ১৯৮৬ হতে ১৯৯৪ সাল পর্যন্ত তিন জেলার জেলা ও দায়রা জজ ছিলেন। ২০০০-২০০১ সালে আইন সচিবের দায়িত্ব পালন করেন।


     এই বিভাগের আরো খবর