,

নবীগঞ্জে সরকারী জায়গা দখল মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এসিল্যন্ডের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৮নং নবীগঞ্জ সদর ও ৭নং করগাঁও ইউনিয়নের দত্তগ্রাম মৌজার ১নং খতিয়ানের ৩০০১ দাগের প্রায় ৬ একর ৫৬ শতক খাল রকম ভুমি জুনাব আলী পিতা-মৃতঃ আমজদ আলী, জাহির আলী পিতা- তজমুল আলী, প্রায় ২৫/৩০ বছর যাবত জোর পূর্বক ভোগ দখল করে আসছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে নবীগঞ্জ সদর (ভুমি) অফিসের উপ-সহাকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবিদ আলী, উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিসের নাজির মোঃ জাহাঙ্গীর মিয়া, নবীগঞ্জ সদর (ভুমি) অফিসের অফিস সহায়ক মকছদ আলীসহ সরজমিন তদন্ত করে ওই জায়গার ভুমি থেকে মাটি কাটা বন্ধ করেন এবং সরকারী জায়গা (ভুমি) উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নবীগঞ্জ সদর ভুমি অফিসের উপ-সহাকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবিদ আলীকে নির্দেশ প্রদান করেন। দীর্ঘ প্রায় ২৫/৩০ বছর যাবত সরকারী ভরাটকৃত খালে ধান চাষ করে উপসত্ত্ব ভোগ দখল করে আসছে ভুমিখোকো জুনাব আলী ও জাহির আলী এতে করে সরকারের ৬/৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে গিয়ে দেখা যায় প্রায় ৩০ বছর যাবত একটি চক্র সরকারী জায়গা দখল করে আসছে ও ওই জায়গা থেকে কিছু মাটি উত্তোলন করছে ভুমিহীন পরিবার। সরকারী জায়গা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তহশীলদারকে নির্দেশ দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর