,

হবিগঞ্জে মটর সাইকেল চুরির অভিযোগে ১ ব্যক্তি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে মোটর সাইকেল চুরির অভিযোগে কাজী বখতিয়ার উদ্দিন বকুল (২৫) নামে আন্ত জেলা চোর চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। সে শহরের আহসানিয়া মিশন এলাকার কাজী গিয়াস উদ্দিনের পুত্র। গতকাল বুধবার ভোরে সদর থানার এসআই সানা উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, ওই এলাকার বাসিন্দা ইটালী প্রবাসী কাউসার মিয়া নামে এক ব্যাক্তির মোটর সাইকেল গত মঙ্গলবার সন্ধ্যায় চুরি করেছে বলে অভিযোগ রয়েছে। যে ভাবে মোটর সাইকেল ছুরি হল, কাউছার মিয়া জানান, চার দিন আগে বকুল তার কাছ থেকে মোটর সাইকেলটি চালানোর জন্য নেয়। ঘন্টা খানেক পর মোটর সাইকেলটি দিয়ে যায়। তার ধারণা সে মোটর সাইকেল নিয়ে আরেকটি নকলচাবি চাবি তৈরী করেছে। চুরি হওয়ার কিছুক্ষণ আগে কাউছার বাসার নিচে গেইটের ভিতর মোটর সাইকেলটি রেখে উপর তলায় বাসায় চলে যান। ঘন্টা খানেক পর এসে দেখেন তার প্রিয় মোটর সাইকেলটি উদাও হয়ে যায়। বিষয়টি পুলিশকে অবগত করেন। তিনি আরও জানান, সাইকেলটি বকুলে নিয়েছে বলে তার ধারণা হয়েছে। কারণ বকুল এর আগে উবাহাটার চেয়ারম্যান এজাজ ঠাকুরের মোটর সাইকেল চুরি করেছিল। এব্যাপারে আদালতে মামলা রয়েছে। পরে সাইকেলটি ফিরত দিলে বিষয়টি সমাধান হয়। এব্যাপারে ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, মোটর সাইকেল চুরির অভিযোগে তাকে আটক করা হয়েছে। সাইকেল চুরির ঘটনায় কাউসার মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।


     এই বিভাগের আরো খবর